বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে অনলাইন প্লাটফর্ম ই-রাজ যাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠার ২০ বছরপূর্তী উৎসব করলো মিনিস্টার গ্রুপ ও মাইওয়ান ব্র্যান্ড। শনিবার রাতে রাজধানীর একটি পাঁচতরকা হোটেলে এই উৎসবের শুভ সূচনা করেন প্রধানমন্ত্রীর বেসরকারি উপদেষ্টা সালমান ফজলুল রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে তৈরি ইলেকট্রনিক্স পণ্য রপ্তানির মধ্য দিয়ে ৩০তম বছরপূর্তী অনুষ্ঠান করবে এমন প্রত্যাশা করেন উপদেষ্টা।
তিনি বলেন, করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে বিশ্বের যেসব দেশ সেলফসাফিশিয়েন্ট তারাই প্রতিযোগিতায় টিকে থাকতে পারছে। এই মুহূর্তে তাই মেড ইন বাংলাদেশ কতো ইমপর্টান্ট তা প্রমাণ হয়েছে। তাই আপনারা গত ২০ বছরের জার্নিতে যতটা এগিয়েছেন তা দেখে ভালো লাগলো। আশা করি প্রত্যেকটি আগামীতে বিদেশের প্রক্যেকটি ঘরেও আপনাদের প্রোডাক্ট নিয়ে যাবেন।
প্রত্যাশা পূরণের পথকে আরো মসৃন করতে মিনিস্টার হাইটেক-কে বেসকারি হাইটেক পার্ক ঘোষণার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, মিনিস্টার মাইওয়ান ইতিমধ্যে গর্বে পরিণত হয়েছে। মাইওয়ান যখন ৪০ বছর পূরণ করবে তখন আজ তারা যে বিশ্বজয়ের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে তা সত্যি হবে। আমরা আশা করি, আগামী ২০ বছরে তারা সারা বিশ্বে নেতৃত্ব দেবে। তবে বহুবার দাওয়াত দেওয়ার পরও সুযোগের অভাবে মিনিস্টার হাইটেক পার্ক এর ফ্যাক্টিরিতে যাওয়র না হলেও এবার যখন যাবে অবশ্যই একটা ভালো বার্তা নিয়ে যাবে। আশা করছি, অল্পদিনের মধ্যে মিনিস্টার ভিজিট করে মিনিস্টার মাইওয়ান-কে প্রাইভেট হাইটেক পার্ক হিসেবে ঘোষণা দিতে পারবো; যাতে আরো নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সাবেক ক্রিকেটার নাইমুর রহমান দুর্জয়, পুলিশের অতিরিক্ত ইনেসপেক্টর জেনারেল শাহাবুদ্দিন খান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, এফবিসিসিআই সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট মোস্তাফা আজম চৌধুরী, ডিসিসিআই সভাপতি রেজওয়ান খান, সিলেট চেম্বারের নারী উদ্যোক্তা স্বর্ণলতা রায়, বাংলাদেশে টিভি ম্যানুফ্যাকচারিং অ্যাসোসিয়েশন সভাপতি সোহেল খান প্রমুখ।
অনুষ্ঠানে মিনিস্টার গ্রুপের পক্ষ থেকে বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বস্থাপনা পরিচালক দিলরুবা তনু, জেনারেল ম্যানেজার রফিকুল ইসলাম লিটন ও চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক খান রাজ। রাজ বলেন, তাদের এই ই-কমার্স পোর্টালের মাধ্যমে বিশ্বজুড়েই বাংলাদেশের ইলেকট্রনিক্স পণ্য পৌঁছে দেয়া হবে। মিলবে বিশ্বনন্দিত ব্র্যান্ড পণ্যও।