আজ মঙ্গলবার (২২ মার্চ ২২) কেক কটে সনি-স্মার্ট ফ্ল্যাগশীপ শো-রুম উদ্বোধন করলেন শিল্প মন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন সনি’র দক্ষিণ-পূর্ব এশিয়া’র প্রেসিডেন্ট, মি: আতসুশি এন্দো। এসময় স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) এস এম মহিবুল হাসান এবং চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনীসহ সনি ইন্টারন্যাশনাল লিঃ এর বাংলাদেশ শাখার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাংলাদেশের বাজারে আসল সনি পণ্য বাজারজাত করার ক্ষেত্রে এগিয়ে আসার জন্য স্মার্ট টেকনোলজিস কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এরই মধ্যে বাংলাদেশের আইটি বাজারে অগ্রগামী হয়ে উঠেছে।
প্রতিষ্ঠানটি প্রকৃত সেবা, সঠিক মূল্যে ও আসল পণ্যের শক্তিশালী ব্যবসায়িক ধারাবহিকতায় কনজিউমার ইলেকট্রনিক্স বাজারেও অনন্য ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন শিল্পমন্ত্রী।
তিনি বলেন, আমার বিশ্বাস জাপানি উদ্যোক্তারা এদেশে আসছে, স্মার্ট টেকনোলোজি (বিডি) লিঃ-এর সেবার উপর বিশ্বাস করে আস্থা রেখে এবং বিপণন ও প্রতিশ্রুতিতে নির্ভর করেই।
সনি’র দক্ষিণ-পূর্ব এশিয়া’র প্রেসিডেন্ট, মি: আতসুশি এন্দো বলেন, ২০ বছরেরও বেশি সময় ধরে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশে একটি স্বনামধন্য আইটি প্রতিষ্ঠান এবং বাংলাদেশে ব্যবসার অগ্রযাত্রায় গতি, উন্নয়ন ও সম্প্রসারণে এই প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব করতে পেরে সনি সৌভাগ্যবান বোধ করছে। সেই ধারাকে মাথায় রেখে, আমি নিশ্চিত যে স্মার্ট জাহির টাওয়ারের এই নতুন ফ্ল্যাগশিপ শো-রুমটি বাংলাদেশে ডিজিটাল বিভাজন বন্ধ করতে সাহায্য করবে এবং কনজিউমার ইলেকট্রনিক্স -কেও একটি উজ্জ্বল ভবিষ্যতের পথে নিয়ে যাবে।
অনুষ্ঠানে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিঃ-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দেশের বিভিন্ন অননুমোদিত উৎস থেকে নকল/ রিফারবিশড পণ্য ক্রয় সনি ব্র্যান্ড লাভারদের জন্য একদমই নিরাপদ ও নির্ভরযোগ্য নয়। এখন সহজেই বাজারে অস্বাভাবিক ছাড়ের অফার সহ নকল/ রিফারবিশড পণ্য বিক্রেতাদের সনাক্ত করতে এবং তুলনা করতে পারবেন ক্রেতারা। আর বাংলাদেশে সনি’র অফিসিয়াল ডিস্ট্রিবিউশন, স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড তাদের দৃঢ় ব্যবসায়িক নীতির সাথে আসল পণ্যের সাথে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা দেবে।
স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড সর্বদা আসল পণ্য, সঠিক মূল্য ও সেবার মাধ্যমে দেশে ৮৫ টিরও বেশি গ্লোবাল ব্র্যান্ডের বাজারজাতকরণে ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এবং সনি ক্রেতাদের ক্ষেত্রেও একই ভাবে আস্থা অর্জনে সক্ষম হবে বলেও আশ্বাস দেন এই আইটি ব্যবসায়ী নেতা।