তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘১৯৭৩ সালে জাাতির জনক বঙ্গবন্ধু তাঁর দূরদর্শীতা দিয়ে আইটিইউ এর সদস্য পদ গ্রহণের মধ্য দিয়ে প্রযুক্তি নির্ভর বাংলাদেশের ভিত্তি রচনা করে গেছেন। বিজ্ঞান মনস্ক জাতি গঠনে প্রখ্যাত বিজ্ঞানী ডঃ কুদরত ই খোদাকে দায়িত্ব দিয়েছিলিন। ১৯৭৫ সালে বাংলাদেশের মাটিতে প্রথম স্যাটেলাইট আর্থ স্থাপন করে গিয়েছিলেন। ওই বছরের ১৪ জুন বেতবুনিয়ায় তৈরি এই ভূউপগ্রহ কেন্দ্রটি উদ্বোধন করেছিলেন এই উত্তর বঙ্গের কৃতী সন্তান তৎকালীন ডাক ও টিলযোগাযোগ মন্ত্রী শহীদ ক্যাপটেন মনসুর।
বৃহস্পতিবার নাটোরের সিংড়া উপজেলা কোর্ট মাঠে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিংড়া উপজেলা ও সিংড়া পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা তাঁর সততা, মেধা আর সাহসিকতা দিয়ে মাত্র ১৩ বছরে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ হিসেবে দেশে পরিণত করেছেন। দুর্নীতিতে ৫ বারের চ্যাম্পিয়ন আমরা এখন উন্নত দেশের অভিযাত্রী। উন্নত প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশে এখন মানুষের জীবনযাত্রা অনেক সহজ, সুন্দর আর নিরাপদ। দেশকে মর্যাদাপূর্ণ দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধু দৌহিত্র, তারুণ্যের গব্য আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের কল্যাণে তরুণরা এখন ঘরে বসেই ইউরোপ আমেরিকা ভ্রমণ না করেও ওইসব দেশে ফ্রিল্যান্সিং করছে। তারা ইন্টারনেট ও কম্পিউটার ব্যবহার করে সাড়ে ৭০০ মিলিয়ন ডলার আয় করেছে।
পলক আরো বলেন, ২০০১-০৭ সাল পর্যন্ত দেশে টু’জির বেশি কিছু ছিলো না। ১৩ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছেন। ব্যান্ডউইথের দাম ৭৮ হাজার থেকে কমিয়ে ৬০ টাকায় নামিয়ে এনেছেন মাননীয় প্রধানমন্ত্রী। ইন্টারনেটের ব্যবহার মূল্য কয়েক হাজার গুণে কমিয়ে আনার সুফল পাওয়া যাচ্ছে। জয় ভাই অনলাইন সুবিধা করে দিয়ে ২০১০ সাল থেকে দেশে আট হাজার ডিজিটাল সেন্টারের মাধ্যমে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে হাতের মুঠোয় ২০১টি নাগরিক সেবা প্রদান করা হচ্ছে। এর মধ্য দিয়ে নাগরিক সেবা গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা ও দুর্নীতি রোধ করা হয়েছে। আর এ জন্য আমরা ’
সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল আওয়ালের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইশতিয়াক আহমেদ ডলার প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে হাসান ইমাম সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মোহন আলী এবং সিংড়া পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে সৌরভ হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে মাসুম রাব্বি নির্বাচিত হন।