‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কারে ভূষিত হয়েছেন ডিজিটাল বাংলাদেশের স্থপতি প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। ঢাকায় অনুষ্ঠিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের বিশ্ব সম্মেলন ‘ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজি ২০২১ (ডব্লিউসিআইটি২০২১)’ এর দ্বিতীয় দিনে শুক্রবার রাতে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের সংস্থা এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (অ্যাসোসিও) সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কারে ভূষিত করে।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘অ্যাসোসিও অ্যাওয়ার্ড নাইট’ শীর্ষক অনুষ্ঠানে জয়ের পক্ষে সম্মাননা গ্রহণ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। পদক হস্তান্তর করেন অ্যাসোসিও ডেপুটি চেয়ারম্যান ডন চোয়াই, প্রাক্তন চেয়ারম্যান মি: গুল রাখ সারাকানান্দা এবং অ্যাসোসিও সাবেক চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির প্রধান আব্দুল্লাহ এইচ কাফি।
এ বছর আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি হিসেবে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড, আউটস্ট্যান্ডিং টেক অর্গানইজেশন হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, ডিজিটাল গভার্নেন্স অ্যাওয়ার্ড লাভ করে ডেভেলপমেন্ট অফ ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট (ইনফো-সরকার)। অ্য্যাপটেক সম্মাননা পেয়েছে বইঘর এবং হেলথটেক ক্যাটাগরিতে ন্যাশনাল টেলিহেলথ স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) অ্যাসোসিও পুরস্কার অর্জন করেছে।
এছাড়া মালয়েশিয়া ও নেপাল ,থাইল্যান্ড, জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা , তাইওয়ান, থ্যাইল্যান্ড এবং ভিয়েতনাম পুরস্কার জয়ের তালিকায় রয়েছে।
নেপালের আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি হিসেবে এটি, প্রতিষ্ঠান হিসেবে আইএমইডি, ডিজিটাল গভর্নেন্স ক্যাটাগরিতে ইনল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট এবং হেলথ টেকে এনসেল আজিয়েটা লিমিটেড।
একইভাবে পুরস্কার জিতেছে মালোয়েশিয়ার সরকারি সেবা পেনান সিং, টেক কোম্পানি ফিউচার নেক্সট, হার্তালেগা এনজিসি,বিজনেস টেকনোভি এবং ডকটুআস, মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয়, আউটস্ট্যান্ডিং কোম্পানি পাইসন, আজিকে প্লাস জেড অ্যান্ড এ গ্রুপ, ইয়্যুথ ইন্টারন্যাশনলা ইউনিভার্সিটি এবং হোপ টেলিকেয়ার।
তাইওয়ান থেকে তাইওয়ান সিটি গভর্নমেন্ট, টাটাং সিস্টেম টেকনোলজি ও আইমেডটেক; থাইল্যান্ডের ইন্টারনেট থাইল্যান্ড পাবলিক লিমিটেড কোম্পানি, এমেড ও ইনস্টিটিউট অব টেকনোলজি পেয়েছে অ্যাসোসিও পুরস্কার।
এছাড়াও শ্রীলঙ্কার ক্যাম ম্যানেজমেন্ট সল্যুশন, জাপান থেকে সিএসই কোম্পানি লিমিটেড, কোরিয়া থেকে হ্যানকম ইন্টেলিজেন্স, কোরিয়ার, সফট ইঞ্জিনিয়র সোসাইটি এবং সিঙ্গাপুরের বায়োমাইন অ্যানালাইটিকস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ এ. কে. এম. রহমতুল্লাহ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপত্বিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নান এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।