প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘রূপকল্প ২০২১ গ্রহণের মাধ্যমে সুদূরপ্রসারী পরিকল্পনাই নিয়েছিলাম…পরে এই পরিকল্পনা ২০৪১ সাল পর্যন্ত বর্ধিত করা হয়। মানুষ যেন হয়রানি, ভোগান্তিতে না পড়েন, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে না হয়, সেদিকে লক্ষ্য রেখে হাতের মুঠোয় ভূমিসেবা নিশ্চিতে ডিজিটাল ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।’
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বুধবার সকালে ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানন্ত্রী।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন সরকারপ্রধান।
সরকার প্রধান বলেন, সরকার ২০৪১ সালের মধ্যে শতভাগ মিউট্রেশন সম্পন্ন করার মাধ্যমে ভূমি ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটাইজ করার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। কেননা মানুষ যেন খামোকা হয়রানির শিকার না হন।
তিনি আরো বলেন, ভূমি সেবার সকল ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ই-মিউটেশন বাস্তবায়নের স্বীকৃতি হিসেবে ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের ইউনাইটেড ন্যাশন পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড ২০২০ পেয়েছে। এই স্বীকৃতি ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়কে আরো গতিশীল করেছে। বিশ্বদরবারে বাংলাদেশের মর্যাদাও উন্নত হয়েছে।
ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চানলায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।