আজকের তরুণ ও রাজনীতিকদের ক্ষমতা নয়, জনতার জন্য এবং ভোগ নয় ত্যাগের আদর্শে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এটাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দর্শন উল্লেখ করে তিনি বলেছেন, বঙ্গবন্ধু কেবল একজন রাজনীতিকই নন, তিনি একজন দার্শনিকও। এটাই আমাদের নিজস্ব দর্শন। তাই বাইরের কোনো দর্শন নয় নিজেদের দর্শন দিয়েই সাজাতে হবে নিজেদের দেশ। দুর্জয় তারুণ্যেই সফলতার শিখরে উঠবে বাংলাদেশ।
তারুণ্য ও প্রযুক্তির শক্তিকে একত্রিত করেই বঙ্গবন্ধুর দৌহিত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজকের ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে বলেও মন্তব্য করেছেন পলক।
২৯ আগস্ট, রবিবার, ই-ক্যাব আয়োজিত অনুষ্ঠানে দেয়া বিশেষ অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন আইসিটি প্রতিমন্ত্রী।
ই-ক্যাব সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
ই-ক্যাব সভাপতি শমী কয়সারের সভাপতিত্বে শিক্ষা ও প্রযুক্তিবিদ ড. মুহাম্মাদ জাফর ইকবাল, সংসদ সদস্য নাহিম রাজ্জাক, এফবিসিসিআই পরিচালক ১৫ আগস্ট নারকীয় হত্যাকণ্ডের শিকার শহীদ পরিবারের সদস্য সেরনিয়াবাত মঈন উদ্দিন আব্দুল্লাহ বক্তব্য রাখেন।