রাইড শেয়ারিং সেবা বন্ধ করে দিয়ে শুধু ফুড ও পার্সেল সেবা চালু রেখেছে অ্যাপ উবার, পাঠাওসহ অন্যান্য অ্যাপ।
চলমান লকডাউনে বিআরটিএ’র জারিকৃত নির্দেশনা অনুযায়ী ২৮ জুন থেকে ‘পাঠাও’র রাইড শেয়ারিং কার্যক্রম সীমিত সময়ের জন্য স্থগিত রাখার কথা জানিয়েছে পাঠাও কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, রাইড বন্ধ থাকলেও এই সময়ে পাঠাও ডিজিটালের অন্যান্য ব্যবসায়িক সেবা কার্যক্রম চালু থাকবে।
এদিকে ২৮ জুন মধ্যরাত পর্যন্ত গ্রাহকদের সেবা বন্ধের বিষয়ে কিছু জানায়নি উবার। তবে অ্যাপ চালু করলে শুধু উবারের মটো কানেক্ট (পার্সেল) সেবা চালুর আছে বলে দেখা গেছে।
অপরদিকে করোনাকালে যাত্রীদের স্বাস্থ্যসুরক্ষার জন্য বেশ কিছুদিন ধরে নিজেদের তাদের রাইড শেয়ারিং বন্ধ রেখেছে সহজ রাইড কর্তৃপক্ষ।