বিশেষ পরিস্থিতির কারণে গত বছরের মতো এবারও সাড়ম্বরে পালিত হবার সুযোগ নেই নববর্ষ বরণ। তবে ভার্চুয়ালি দিবসটি পালন করছে নেটিজেনরা। বিশেষ ডুডলে বাংলা নববর্ষ ১৪২৭ বরণ করেছে গুগল। গুগলের হোমপেজে বাংলা বর্ষবরণের বিশেষ এই ডুডল প্রদর্শিত হচ্ছে।
ডুডলে নববর্ষের উৎসবে ব্যবহৃত কাগজের তৈরি নকশাকার মুখোশের ওপর রং-তুলির আঁচড় দিতে দেখা যায় কোন এক শিল্পীর হাত। রয়েছে লাল, হলুদ, কমলা, সবুজসহ বাহারি রঙে মুখোশ তৈরি করছেন শিল্পী। সাধারণত মঙ্গল শোভাযাত্রায় এ ধরনের মুখোশ ব্যবহার করা হয়ে থাকে।
ডুডলের পাশেই রয়েছে এটি শেয়ার করার আইকোন।
করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার এবার অনলাইন এবং টিভিতেও নিজেদের অনুষ্ঠান সীমাবদ্ধ রেখেছে ছায়ানট। বিভিন্ন জিফ ইমোজি অথবা ভিডিও বার্তায় সোশ্যাল মিডিয়ায় বর্ষবরণ করছেন ডিজিটাল মাধ্যমে সংযুক্ত দেশেবিদেশী বাঙালীপ্রাণ মানুষ।