এবার আর পথে-ঘাটে নয়; অনলাইনে নিজেদের অধিকার আদায়ে সোচ্চার হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনগুলো। শ্রম আইন সংশোধনের দাবিতে শনিবার রাতে দেশের ইতিহাসে প্রথম বারের মতো জোট বেধে নিজেদের দাবির কথা তুলে ধরেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা ও আইনজীবিসহ অংশীজনেরা।
শ্রম আইন সংশোধনী কমিটির সদস্য এবং শ্রমিক লীগ ভারপ্রাপ্ত সভাপতি নূর কুতুব মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে আইনের খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদ।
মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, চট্টগ্রামের সভাপতি তপন দত্ত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও স্কপের যুগ্ন-সমন্নয়ক কমরেড শহিদুল্লাহ চৌধুরী, বিআইডিএস সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জুবাইদা নাসরিন, ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাহ উদ্দিন আহমেদ।
অনলাইন প্লাটফর্ম ওয়ার্কর্স ভয়েস এবং গ্রামীণফোন ইমপ্লয়িজ ইউনিয়নের আয়োজনে ওয়েবিনারে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি মোঃ ইউসুফ আলি,বাংলাদেশ সুপ্রিম কোর্টের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তাপস কান্তি বল, জাতীয় শ্রমিক লীগে কেন্দ্রীয় কমিটির ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মোহাঃ ফিরোজ হোসাইন, বাংলাদেশ ইইন্সটিটিউট অফ লেবার স্টাডিজের ডিরেক্টর কহিনুর মাহমুদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সদস্য চৌধুরী আশিকুল আলম ,সাধারণ সম্পাদক এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট ও শ্রম আইন সংশোধনী কমিটি-২০২১ এর সদস্য রাজেকুজ্জামান রতন।