মুঠোফেন থেকেই বিদ্যুৎবিল পরিশোধের সুযোগ পাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)-এর ১৩ লাখের বেশি প্রিপেইড এবং পোস্ট পেইড গ্রাহকরা।
গ্রাহকদের এই সুযোগ দিতে সম্প্রতি ওজোপাডিকো এবং বিকাশ সমঝোতা চুক্তি করেছে। ইতোপূর্বে ২০২০ সাল থেকে বৃহত্তর খুলনা ও পার্শ্ববর্তী অঞ্চলের পোস্ট পেইড গ্রাহকরা বিকাশে বিল পরিশোধের সেবাটি পেয়ে আসছেন।
চুক্তি অনুযায়ী ওই অঞ্চলের গ্রাহকরা বিকাশ অ্যাপ এবং *২৪৭# এ বিল পরিশোধ সুবিধা তাদের বিল পরিশোধ শুরু করেছেন।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কোম্পানি ওজোপাডিকো ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগের ২১টি জেলা এবং ২০টি উপজেলায় বিদ্যুৎ বিতরণ কার্যক্রম পরিচালনা করে।
প্রসঙ্গত, বিকাশের মাধ্যমে সারাদেশের সবগুলো বিদ্যুৎ বিতরণ কোম্পানীর প্রিপেইড এবং পোস্টপেইড বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারেন গ্রাহক। এছাড়াও গ্যাস, ওয়াসা, টেলিফোন, ইন্টারনেট, কেবল টিভি, সিটি কর্পোরেশন ট্যাক্স-সহ সব ধরণের ইউটিলিটি সেবার বিল পরিশোধ প্রক্রিয়াকে আরও সহজ করেছে বিকাশ।