দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নারী উদ্যোক্তাদের নিয়ে রাজধানীর পূর্বাচল ক্লাবে চলেছে দুই দিনের উদ্যোক্তা সম্মেলন। শুক্রবার নারী উদ্যোক্তানির্ভর সংগঠন উই (উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম) আয়োজিত এই ‘কালারফুল ফেস্ট ২০২১’ উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী,ই-ক্যাবের প্রেসিডেন্ট শমী কায়সার, উই প্রতিষ্ঠাতা রাজীব আহমেদ, উই’র উপদেষ্টা কবির সাকিব, সিল্কক গ্লোবাল লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও সৌম্য বসু এবং উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, কোভিড ১৯ মহামারিতে দেশের ই-কামার্স খাতের প্রবৃদ্ধি ৩০০ শতাংশ ছাড়িয়েছে। গত ১২ বছরে লক্ষাধিক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কোভিডের ১১ মাসে উই এর প্রবৃদ্ধি দেখে উৎসাহিত হয়ে আমরা আগামী ২০২৫ সালের মাধ্যে শুধুমাত্র ই-কমার্সে আরো ৫ লক্ষ উদ্যোক্তা তৈরির কাজ হাতে নিয়েছি। এখানে উই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, আজ উইর সঙ্গে যে ১০ লাখ উদ্যোক্তা, তারা সবাই সোনার মানুষ। কারণ, তারা স্বাবলম্বী। এটা সম্ভব হয়েছে, ২০০৮ সালে বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের রূপকল্প ঘোষণার মধ্য দিয়ে। উদ্যোক্তারা এগোলেই দেশ এগোবে।
বক্তব্যে আগামী ২০২৫ সালের মধ্যে সকল লেনদেন ক্যাশলেশ করতে এ বছরেই ইন্টারঅপারেবল ডিজিটাল ওয়ালেট প্লাটফর্ম চালু করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।
বাড়ি বাড়ি পর্যন্ত সাপ্লাই চেইন গড়ে তুলতে উদ্ভাবনী ধারণা দিতে উই সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এই ধারণা বাস্তবায়নে স্টার্টআপ থেকে ফান্ডিং করা হবে।
ডিজিটাল কমার্সে আস্থা ও বিশ্বাস তৈরিতে একটি কমন প্লাটফর্ম তৈরির পরকল্পনার কথাও তুলে ধরেন জুনাইদ আহমেদ পলক। বাণিজ্য মন্ত্রণালয় ও ই-ক্যাবের সঙ্গে যৌথ উদ্যোগে এই ডিজিটাল প্লাটফর্ম তৈরি করা হবে বলে জানান তিনি।