ত্রি-পক্ষীয় চুক্তি সইয়ের ৬ মাসের ব্যবধানে প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট স্থাপনের জন্য ওরিক্স বায়ো-টেককে ২৫ একর রেডি প্লটের কর্তৃত্ব হস্তান্তর করেছে সামিট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান সামিট টেকনোপলিস।
রবিবার বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম এনডিসি এবং সামিট টেকনোপলিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা খান যৌথভাবে ওরিক্স বায়ো-টেক-এর চেয়ারম্যান কাজী শাকিলকে গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটির ব্লক-২- এর এই বাণিজ্যিক প্লট হস্তান্তর করেন।
বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের পরিচালক এ এন এম সফিকুল ইসলাম, উপ-পরিচালক মোঃ মাহফুজুল কবিরসহ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আয়োজিত এই হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হস্তান্তরের আগে সামিট টেকনোপলিস দেশের প্রথম বায়োটেকনোলজি প্ল্যান্ট স্থাপনের অতিরিক্ত ৫.১৪ কোটি টাকার বিনিয়োগে জমির অত্যাবশকীয় সংস্কারকাজ সম্পন্ন করে। বায়ো-টেক খাতে বাংলাদেশে এই ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে প্লাজমা বিশ্লেষণ প্ল্যান্ট গাজীপুরে অবস্থিত বঙ্গবন্ধু হাই-টেক সিটির ব্লক ২-এ স্থাপিত হবে।
ওরিক্স বায়োটেক লিমিটেড, চীনের ওরিক্স বায়োটেক হোল্ডিংস-এর একটি অঙ্গপ্রতিষ্ঠান। এই প্রকল্পে প্রায় দুই হাজার বিজ্ঞান স্নাতকোত্তদের কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে। প্ল্যান্টটি ২০২৩ সালে সকল নিয়ন্ত্রক সংস্থার অনুমতি প্রাপ্তির সাপেক্ষে বানিজ্যিক কার্যক্রম শুরু করবে ।