রাজধানীর নিউ মার্কেট, তুরাগ, ও শাহ আলী এলাকায় র্যাবের বিশেষ অভিযানে প্রায় ৫ কোটি টাকার বিপুল পরিমাণ অবৈধ ভিওআইপি সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব। একইসঙ্গে এই ব্যবসায় চক্রের মূল হোতাসহ ৩ জন ভিওআইপি ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলেন- কাজী কে এম এম মাহমুদ ওরফে ছোটন (৩২), রাকিব হাসান (৩০) ও বাবর উদ্দিন (৩০)।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা ২টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মাহফুজুর রহমান।
তিনি জানান, বিটিআরসি কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে চক্রটি অবৈধ টেলিযোগাযোগ স্থাপনার মাধ্যমে প্রতিদিন আনুমানিক প্রায় ছয় লাখ মিনিট আন্তর্জাতিক কল অবৈধভাবে বাংলাদেশে টার্মিনেট করছে। এর ফলে বর্তমান আন্তর্জাতিক কল টার্মিনেশন রেট অনুযায়ী দৈনিক প্রায় তিন লাখ টাকা এবং বছরে প্রায় ১০ কোটি ৯৫ লাখ টাকা রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।
র্যাব-১০ সিইও আরো জানান , অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ভিওআইপি ব্যবসায় ব্যবহৃত ১৯টি সিম বক্স ডিভাইস, ৪১৬টি জিএসএম অ্যান্টেনা, ৩৪০০টি টেলিটক সিম, ৭টি মিনি কম্পিউটার, ৩৩টি ওয়্যারলেস রাউটার, ৫টি বাংলালয়ন মডেম ও রাউটার, ৩টি ল্যাপটপসহ আনুষঙ্গি বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিটিআরসির দেয়া তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত আলামতের মূল্য ৫ কোটি টাকা।