গ্রামীণফোনের ১৮০ কর্মীকে ফিরিয়ে নেয়ার দাবিতে দেড় ঘন্টা ধরে মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন। কর্মসূচি থেকে দাবি মানা না হলে ‘জিপি হাউজ খোলার সঙ্গে সঙ্গে খেলা জমবে’ বলে ব্যবস্থাপনা পর্ষদের ‘দুস্কৃতিকারীদের’ প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেন ইউনিয়ন প্রেসিডেন্ট ফজলুল হক।
কর্মহীন কর্মীদের নিয়ে শনিবার বিকেলে জাতীয় শহীদ মিনারে জমায়েত হয়ে এই বিক্ষোভে নেতৃত্ব দেন গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মিয়া মোঃ শফিকুর রহমান।
বিক্ষোভে অন্যান্যের মধ্যে জিপি হাউজ কমিটির প্রেসিডেন্ট আল ফারাবি, জেনারেল সেক্রেটারি বেরোজ আহমেদ, উইমেন কমিটির সভপতি শারমিন ববি, জেনারেল সেক্রেটারি সুবর্না আক্তার উপস্থিত ছিলেন।
বিক্ষোভে আউটসোর্সিংয়ের নামে গ্রামীণফোনের মতো কতিপয় লাভজনক টেলিকম প্রতিষ্ঠানগুলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির আচরণ করছে এবং একইসঙ্গে দেশের ব্যক্তিগত তথ্যসুরক্ষাকে হুমকীর মুখে ফেলছে বলে অভিযোগ করেন চাকরি ফিরে পাওয়া ইউনিয়ন সাধারণ সম্পাদক মিয়া মাসুদ।
ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, বরিশাল, খুলনা,রাজশাহী, রংপুর,সিলেট, কুমিল্লা, মায়মসিংহ,কুষ্টিয়া,চুয়াডাঙ্গা জয়পুরহাট, নড়াইল, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, দিনাজপুর এবং গলাচিপায় স্থানীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।