বঙ্গভবন থেকে ভার্চুয়ালি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংযুক্ত হয়ে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী বক্তব্যে তিনি বলেছেন, ডিজিটাল বাংলাদেশের বদৌলতে এখন ঘরে বসে অনলাইনে শিক্ষা কার্যক্রম গ্রহণ করা সম্ভব হচ্ছে। সংসদ টিভিতে ক্লাশ চলায় ছেলে মেয়েরা একেবারে শিক্ষা থেকে দূরে যাচ্ছে না। কিছুটা শেখার সুযোগ পাচ্ছে। ডিজিটাল মাধ্যমে কার্যক্রম অব্যাহত থাকবে। অনলাইনে ভর্তি করা হচ্ছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সম্মেলন কেন্দ্র প্রান্তে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এবং শিক্ষা শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এছাড়াও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান প্রফেসর নারায়ন চন্দ্র সাহাসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।