বাবার মোবাইল থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে অংশ নেন দিনাজুপুরের খানসামার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী রিমন। কুইজ লটারিতে ল্যাপটপ জিতেন তিনি। সঙ্গে তার বাবার কর্মরত স্কুলের জন্য একটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইভাবে সিলেটের জকিগঞ্জের দাখিল মাদ্রাসাও এই ল্যাব পেয়েছে কুইজে ল্যাপটপ বিজয়ী শাহেদ আহমেদের কল্যাণে।
মঙ্গলবার রাতে (২২ ডিসেম্বর) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজের ‘শেয়ার করেও জিতুন’ এর তৃতীয় সপ্তাহের ‘লাইভ লটারি’তে প্রথম বিজয়ী হয়েছেন ঢাকার মেয়ে নিশাত তাসনিম।
এছাড়াও মনিরামপুর যশোরের শাকিল আহমেদ স্মার্টফোন এবং সাতক্ষিরার ওসমান খান, ভোলার দৌলত খানের রিয়াদ মাহমুদ ও চট্টগ্রামের শ্রাবণী দাস পেয়েছেন একটি করে ‘ল্যাপটপ’।
এভাবে ৪২ হাজার অংশগ্রহণকারীর মধ্যে কম্পিউটারের পছন্দের ৭ বিজয়ীকেই তাদের ইচ্ছে পূরণ করেন প্রতিমন্ত্রী। তবে অসম্পূর্ণ প্রোফাইল ছবি এবং কল না ধরায় কিম্পউটারে নির্বাচিত হয়েও এই উপহার থেকে বঞ্চিত হয়েছেন তিন ভাগ্য-বিজয়ী।