অনলাইনে দেশের বিভিন্ন স্থান থেকে ২৫০ জনের বেশি উদ্যোক্তার উৎপন্ন ও পরিবেশিত পণ্যের পসরা নিয়ে চলছে “ডিজিটাল উদ্যোক্তা মেলা”। বছরের শেষ দিন পর্যন্ত চলমান এই মেলায় মেলায় প্রতিদিন বেচাকেনার পাশাপাশি চলছে ব্যবসায়ের উপর বিভিন্ন লাইভ সেশন, প্যানেল আলোচনা, ওয়েবিনার ও গেমস এর মতো বেশ কিছু আয়োজন।
আয়োজক কমিটির প্রধান হাবিব উল্লাহ জানান, এই মেলায় ২০টিরও বেশি ক্যাটাগরির পণ্য নিয়ে ২৫০ এর বেশি উদ্যোক্তা অংশগ্রহন করছেন এবং প্রত্যেকেই তাদের পণ্যের উপর অনেক অনেক অফার দিচ্ছেন। করোনা পরবর্তী এই সময়ে বাইরে যেয়ে কেনাকাটা করার থেকে অনলাইনে এভাবে বাসায় বসেই কেনাকাটা করার সুযোগ করে দেবার জন্যই তাদের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এস-ম্যানেজার এর বিজনেস হেড আব্দুর রহমান তন্ময় জানান, এর মাধ্যমে শত শত ক্ষুদ্র ব্যবসায়ী, বিশেষত এফ-কমার্স যারা করেন, তারা সামনের দিকে এগিয়ে যাবার উৎসাহ পাবেন।
“আমরাই ডিজিটাল উদ্যোক্তা” এর আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে এস-ম্যানেজার, উইমেন্স এন্ড ই-কমার্স ফোরাম, ব্র্যাক ব্যাংক, আইপিডিসি, পেপারফ্লাই, অ্যাডবাকশো, ব্লাডম্যান, একশপ, আইসিটি ডিভিশন।
বৃহস্পতিবার দুপুরে ফেসবুক লাইভে মেলার উদ্বোধন করেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মজিবুল হক। অনুষ্ঠানে এটুআই হেড অব ই-কমার্স (একশপ) রেজওয়ানুল হক জামি, উইমেন এন্ড ই-কমার্স ফোরামের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা, সেবা প্লাটফর্ম লিমিটেড এর সিইও আদনান ইমতিয়াজ হালিম, সেবা প্লাটফর্ম লিমিটেড এর সিওও ইলমুল হক সজীব সংযুক্ত ছিলেন।
অনুষ্ঠানে নাসিমা আক্তার নিশা জানান, দেশের ৫০% এফ-কমার্স নারী উদ্যোক্তারা পরিচালনা করছেন। এর মধ্যে একদম ছোট ব্যবসা থেকে শুরু করে অনেক বড় বড় ব্যবসাও রয়েছে এবং এরা আমাদের অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।