সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৪০ লাখ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) বুকলেট ও লেমিনেশন ফয়েল কিনবে সরকার। বুধবার (১৮ নভেম্বর) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২২তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে অনলাইনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবু সালেহ্ মোস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ভায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ৪০লাখ মেশিন রিডেবল পাসপোর্ট বুকলেট ও ৪০ লাখ লেমিনেশন ফয়েল ‘সরাসরি ক্রয় পদ্ধতি’তে কেনার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।
এছাড়া, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের আওতাধীন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ‘ন্যাশনাল হাউসহোল্ড ডাটাবেইজ (এনএইচডি)’ প্রকল্পটি পর্যবেক্ষণসহ পরবর্তী সভায় উপস্থাপনের জন্য ফেরত পাঠানো হয়েছে।