মসলিন ক্যাপিটালের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ওয়ালি-উল-মারুফ মতিনের অসমাপ্ত কাজ বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছেন তার সতীর্থরা।
বুধবার ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম ও ভেনচার ক্যাপিটাল প্রাইভেট অ্যাসোসিয়েনের যৌথভাবে আয়োজিত ভার্চুয়াল স্মরণ সভায় তার অকাল প্রয়াণে গভীর শ্রদ্ধা প্রকাশ করে এই আহ্বান জানিয়েছেন বক্তারা।
তাদের ভাষায়, অভিজ্ঞ ও ক্যারিশমেটিক মানুষ থাকলেও তার মতো কর্মবীর ভালো মানুষের সংখ্যা দেশে কম। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় তথ্যপ্রযুক্তি ও স্টার্টআপ ইকোসিস্টেমে তার দূরদর্শী ও উদ্ভাবনী চিন্তা ও কর্মমুখরতার কথাও উঠে আসে বক্তাদের কণ্ঠে।
প্রায় দুই ঘণ্টাব্যাপী চলমান এই স্মরণ সভায় স্বাগত বক্তব্য দেন ভিসিপিইএবি সভাপতি শামীম আহসান। অনুষ্ঠানে সংযুক্ত হতে না পারায় লিখিত বার্তায় শোকাতুর শ্রদ্ধা জ্ঞাপন করেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।
ভিসিপিইএবি সাধারণ সম্পাদক শওকত হোসেনের সঞ্চালনায় ভার্চুয়াল স্মরণসভায় বক্তব্য রাখেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, সিএমজেএফের প্রেসিডেন্ট হাসান ইমাম রুবেল, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সিইও সৈয়দ মাহবুবুর রহমান, মসলিন ক্যাপিটালের চেয়ারম্যান এম হাফিজুর রহমান, বিএসইসির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার, সাবেক কমিশনার ও আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, ডেভোটেক সিইও রায়হান শামসি, বিডি ভেঞ্চার ব্যবস্থাপনা পরিচালক শফিক উল আলম, প্রয়াতের স্ত্রী নাজমা আক্তার প্রমুখ।