এখন থেকে প্রতি মাসে এশিয়া প্যাসিফিক নেক্সট জেনারেশনের (এপিএনজি) নিয়মিত ওয়ার্কশপ এবং ওয়েবিনার আয়োজন করা হবে। এর মাধ্যমে ‘নেক্সট জেনারেশন’ (APNG) নেতৃস্থানীয়দেরকে প্রস্তুত করার ব্যাপারে সহায়তা করবে।
এরই পরিপ্রেক্ষিতে আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ‘রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ)’ বিষয়ক ওয়েবিনার। ওয়েবিনারে যোগ দিতে এপিএনজি ক্যাম্পের ফেসবুক পেজ থেকে নাম নিবন্ধন করা যাবে।
আর ওই ওয়েবিনারে এশিয়ার বিভিন্ন দেশের ব্যাংক কিভাবে আরপিএ ব্যবহার করে উপকৃত হচ্ছে তা তুলে ধরা হবে বলে জানিয়েছেন ওয়েবিনারের আয়োজক ‘ড্রিম ডোর সফ্ট লিমিটেড’ পরিচালক খান মোহাম্মদ আনোয়ারুস সালাম।
সদ্য সমাপ্ত ‘অ্যাপিনিক ৫০’ সম্মেলনের প্রথম দিনে অনুষ্ঠিত হয় ‘এপিএনজি সেমিনার’ থেকেই এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন তিনি। ‘নিউ নরমাল লাইফ উইথ এআই অন দ্য ইন্টারনেট’ বা ‘ইন্টারনেটে কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে নতুন স্বাভাবিক জীবন’ শীর্ষক ওই সেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে রোবোটিক প্রসেস অটোমেশন (আরপিএ) ও চ্যাটবট ব্যবহার করে কিভাবে ব্যাংক এবং ই-কমার্স প্রতিষ্ঠানগুলো পরিচালিত হতে পারে, তা তুলে ধরেন আনোয়ারুস সালাম।