গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে অনলাইন গণমাধ্যমে সরকারি বিজ্ঞাপন প্রদানের লক্ষ্যে নীতিমালা সংশোধন, অনলাইন গণমাধ্যম বাৎসরিক নবায়ন পদ্ধতি বাতিল, অনলাইন গণমাধ্যমে সংবাদকর্মীদের চাকরির সুরক্ষায় নীতিমালা প্রণয়ন এবং সম্প্রচার আইন ও অনলাইন গণমাধ্যম নীতিমালার আলোকে স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের গুরুত্বারোপ করেছেন দেশের নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকেরা।
রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবনে রবিবার (২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের বৈঠকে এই সুপরিশগুলো পেশ করা হয়। বৈঠকে উঠে আসা সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নে সুপারিশ করবেন বলে সাংবাদিকদের আশ্বস্ত করেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদে।
তারই সভাপতিত্বে বৈঠকে গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বৈঠকে বক্তব্য রাখেন, দ্য নিউ নেশনের সাবেক সম্পাদক এবং বাংলাদেশ সংবাদপত্র ফাউন্ডেশন (বিডিএসএফ)-এর সভাপতি মোস্তফা কামাল মজুমদার, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বাংলানিউজের সম্পাদক লুৎফর রহমান হিমেল ও নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু ও ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জিয়াউল হক, ঢাকা মেইলের হেড অব নিউজ হারুন জামিল, বিডিনিউজের বার্তা সম্পাদক জাহিদুল কবির, ঢাকা নিউজের সম্পাদক ও প্রকাশক লতিফুল বারী হামিম, এবি নিউজের সম্পাদক শাহীন চৌধুরী এবং ঢাকা ওয়াচের সম্পাদক সাখাওয়াত সজীব প্রমুখ।
সরকারের পট পরিবর্তনের পর দেশের গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে তিন মাস আগে এই ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করে অন্তর্বর্তী সরকার।