সুষ্ঠুভাবে প্রাক্কলিত ব্যয় ও সময়ের মধ্যেই ডিজিটাল জরিপ কাজ শেষ করতে প্রকল্প কর্মকর্তা-কর্মচারীদের আরো আন্তরিক হবার তাগিদ দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। একইসঙ্গে প্রকল্প কাজ নিয়মিত তদারকি, সমন্বয় সাধনেও গুরুত্বারোপ করেছেন তিনি।
আর এক্ষেত্রে জনগণের কল্যাণ নিশ্চিত করার বিষয়ে কোনো ছাড় না দেয়ার নির্দেশনা দিয়েছেন ভূমি সচিব।
মঙ্গলবার ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থার চলমান প্রকল্পসমূহের পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব নির্দেশনা দেক তিনি।
সভায় জানানো হয়, মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ৬টি প্রকল্পের অনুকূলে ৭০৯.২৫ কোটি টাকা বরাদ্দ রয়েছে। চলতি অর্থ বছরে প্রায় ২৮ কোটি টাকা ব্যয় হয়েছে। প্রকল্পসমূহ হচ্ছে- ভূমি ব্যবস্থাপনা অটোমেশন, ডিজিটাল জরিপের সক্ষমতা বৃদ্ধিকরণ , জাতীয় ডিজিটাল ভূমি জোনিং, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা পদ্ধতি স্থাপন, সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ এবং চর ডেভেলপমেন্ট এন্ড সেটেলমেন্ট প্রকল্প।
এছাড়া অটোমেটেড ভূমি প্রশাসন ব্যবস্থাপনা পদ্ধতি (এলামস) কর্মসূচিটি মন্ত্রণালয়ের ২০২৪-২৫ অর্থ বছরে ৪০৮.৬২ কোটি টাকা বরাদ্দ করা হয়। ব্যয়ের পরিমান ৯২.০৬ কোটি টাকা।