জুলাই-আগষ্ট বিপ্লব সমুন্নত রাখতে দেশের প্রকৌশলীরা ঐক্যবদ্ধ রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সরকারকে যেকোনো সহযোগিতা দিতে তারা প্রস্তুত বলেও জানিয়েছে দেশের সবচেয়ে বৃহৎ প্রকৌশল পেশার সংগঠন ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ (আইডিইবি)’র নেতারা।
সেমাবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে জাতির শ্রেষ্ঠ সন্তান, দেশ-মাতৃকাকে ভালোবেসে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ অর্পনকালে এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন তারা।
আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক প্রকৌ. আবেদুর রহমান ও সদস্য সচিব প্রকৌ. কাজী সাখাওয়াত হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সদস্য প্রকৌশলীরা শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণে করেন।
শ্রদ্ধার্ঘ অর্পণকালে উপস্থিত ছিলেন যুগ্ম সদস্য সচিব মির্জা মিজানুর রহমান, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) প্রকৌ. মোহা. আলমগীর হোসেন, সদস্য (সহ-জনসংযোগ ও প্রচার) প্রকৌ. সাহাবুদ্দিন সাবু, সদস্য (সহ-সাংগঠনিক) হোসনে আরা পারভীন, নির্বাহী সদস্য প্রকৌ. সাখাওয়াত হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।