দেশের ফার্মাসিউটিক্যাল শিল্পে কর্মরতদের নিয়ে গঠিত পেশাদার সংগঠন বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের আংশিক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মেহেদী হাসান তানভীরকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন দেয়া হয়।
শুক্রবার বিকেলে ধানমন্ডির কলাবাগানস্থ পানসি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভায় এই কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরাম এর প্রধান উপদেষ্টা মোঃ আমিনুল ইসলাম, বায়োফার্মা লিমিটেড এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ সাইফুল ইসলাম, প্রবীণ ফার্মাসিস্ট মোঃ বেলায়েত হোসেন, সদ্য সাবেক সভাপতি মোঃ হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিবুর রহমান সহ বাংলাদেশ ফার্মাসিস্টস্ ফোরামের সর্বস্তরের নেতারা সভায় উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রায় ১৫ টি ফার্মাসিউটিক্যালস কোম্পানির চেয়ারম্যানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং ফার্মাসিউটিক্যাল কম্পানির প্রায় শতাধিক প্রবীন ও নবীন ফার্মাসিস্টরা সভায় অংশ নেন।