বৈষম্যহীন উন্নয়নে প্রযুক্তির ব্যবাহর নিয়ে শনিবার (১২ অক্টোবর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘নতুন করে যাত্রা’ শীর্ষক গোলটেবিল আলোচনা সভা। সকাল ১০টা থেকে শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত এই সভায় নাগরিক জীবনে প্রযুক্তির বৈষম্য দূর করতে করণীয় রূপ রেখা নিয়ে আলোচনা করবেন বক্তারা।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বিটিআরসি’র কমিশনার মাহমুদ হোসেন।
টেকনোলজি ইন্ডাস্ট্রি পলিসি এডভোকেসি প্লাটফর্ম (টিপঅ্যাপ) আয়োজিত এই গোলটেবিল আলোচনায় বর্তমান প্রেক্ষাপট সামনে রেখে দুটি উপস্থাপনা পেশ করবেন সংগঠনটির দুই সমন্বয়ক ফাহিম মাশরুর ও ফিদা হক।
আয়োজক সূত্রে জানাগেছে, সভায় দেশের প্রযুক্তিখাতে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও নেতারা বক্তব্য রাখবেন।