দেশে কন্টেন্ট তৈরিতে প্রথমবােরর মতো বর্ষ সেরার সম্মাননা দিলো ছোটো ভিডিও প্লাটফর্মের ডিজিটাল প্রাটফর্ম টিকটক। শুক্রবার রাতে রাজধানীর হোটেল আলোকিতে অনুষ্ঠিত বর্ষসেরা আমার বাংলা জয়ী হয়েছেন টেনমিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক। একই অনুষ্ঠানে শিক্ষামূলক কন্টেন্ট তৈরিতে ২০২৩ সালের সেরা কন্টেন্ট নির্মাতার পদক জয় করেছেন মুনজারিন শাহিদ। প্রথম বর্ষ সেরা টিকটক লার্ন অন এড্যুকেশন জিতেছেন তিনি।
টিকটক দক্ষিণ এশিয়ার হেয অব কন্টেন্ট পূজা দত্তের উপস্থিতিতে অনুষ্ঠানে টিকটক অফিসিয়ালসদের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন তারা। বিয়ের পর তাদের যুগল্ সম্মানায় উচ্ছাস প্রকাশ করেন উপস্থিত সকল কন্টেন্ট ক্রয়েটর।
অনুষ্ঠানে হ্যাশ টাগ আমার বাংলাদেশ- এ মোট ১০ জনকে বিভিন্ন ক্যটাগরিতে এই সম্মাননা দেয়জ হয়।
বর্ষসেরা বিজয়ী হয়েছেন মাহিম আহমেদ, এমার্জিং ক্রিয়েটর হিসেবে ইমরান হোসেন, শর্ট প্লাটফর্মে নিয়ন নিলয়, বড় প্রাটফর্মে রবিন রহমান, টিকটক কিং হয়েছেন তানহা ইসলাম, বেস্ট ফুড কন্টেন্ট ক্রিয়েটর মাহমুদুর রহমান হৃদয়, বিউটি ক্রিয়েটর অব দ্য ইয়ার মাইশা মেহরুন অর্পা, ফ্যাশন ক্রিয়েটর স্টাইর হার্ট নামে পরিচত তন্ময়।
গান-নৃত্য আর জাদুর ছোঁয়ায় শীতের রাতের জড়তা কাটালো টিকটক দামাল কন্টেন্ট ক্রিয়েটররা। একই সাথে বিভিন্ন প্লাটফর্মের দেশ সেরা ও জনপ্রিয় ডিজিটাল কন্টেন্ট নির্মাতাদের মিলন মেলায় ইতিহাস তৈরি করলো টিকটক। প্রতি বছর এই আয়োজন অব্যহত রেখে বাংলা ভিজ্যুয়াল কন্টেন্ট বিশ্বময় ছড়িয়ে দেয়ার দাবি করেছেন অভ্যাগত অতিথিরাও।