বাজারে জিনিসপত্রের দাম বেশি নিলে ‘ট্রিপল থ্রি’তে (৩৩৩) ফোন করে জানাতে পারবেন ভোক্তারা। রমজান মাসকে সামনে রেখে ৩১ জানুয়ারির আগে এই সেবা চালু করার কথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
সোমবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে ‘বাজার দরে অধিক স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং এ বিষয়ে ডিজিটাইজেশনের মাধ্যমে উদ্ভাবনী পরিবর্তন আনয়ন’ সংক্রান্ত পরামর্শক সভায় এ কথা জানান তিনি।
তিনি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন রমজান উপলক্ষ্যে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখার জন্যে চেষ্টা করতে নবগঠিত মন্ত্রিসভার সকলকে নির্দেশ দিয়েছেন। আমরা ডাক, টেলিযোগাযোগ, ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনা করে দেখেছি, যে কোনো পণ্যের উৎপাদন, মজুদ, বাজারজাতকরণ, বিপণন, এবং আমদানির ক্ষেত্রে যদি সঠিক তথ্য-উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ, এবং আদান-প্রদান করা যায়, তাহলে সমস্যাটির অনেকটাই সমাধান করা সম্ভব।

‘ইচ্ছা থাকলেই যে উপায় হয় এবং সংকট মোকাবিলায় সম্পদ যে কোনো বাধা নয় এটা আমরা করোনাকালীন সময়ে প্রমাণ করেছি। যেকোনো পণ্যের উৎপাদন, মজুদ, বাজারজাতকরণ, বিপণন, এবং আমদানির তথ্য আমরা বাণিজ্য মন্ত্রণালয়কে দিতে চাই। রমজান উপলক্ষ্যে আমরা কল সেন্টারের একটি নম্বর বরাদ্দ করতে চাই, যেখানে যেকোনো ক্রেতা বা গ্রাহক ফোন করে পণ্যের দাম সম্পর্কিত তথ্যের আদান-প্রদান বা অভিযোগ করতে পারবেন যার ফলে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে’- যোগ করেন পলক।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী আরো বলেন, ২০১৮ সালে মাননীয় আইসিটি উপদেষ্টা, ডিজিটাল বাংলাদেশের আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয় ভাই যে ৩৩৩ কল সেন্টারের ধারণা দিয়েছিলেন আমরা সেখান থেকে প্রায় ৯ কোটিরও বেশী মানুষকে সেবা দিয়েছি প্রায় দেড় কোটিরও বেশী মানুষকে সরাসরি সেবা দিয়েছি। উৎপাদন, মজুদ, আমদানি, বিপণনের তথ্য বাণিজ্য মন্ত্রণালয়ের একটি কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে সংরক্ষিত থাকবে যেটার ড্যাশবোর্ড থাকবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। পাশাপাশি আমরা ফুড ফর নেশন উন্মুক্ত করে দেবো যেখানে আমাদের অনলাইন শপ এবং সাধারণ দোকানীরা মূল্যের হালনাগাদ করতে পারবেন। এর ফলে ভোক্তারা অভিযোগ করলেই আমরা অ্যাকশনে যেতে পারবো, উৎপাদন, মজুদ, আমদানি, বিপণনের তথ্য উন্মুক্ত থাকবে, এবং পাশাপাশি যেখানে ক্রাইসিস দেখা দেবে সেখানে আমরা পরের ঘণ্টায় আমাদের সাপ্লাই দিয়ে বাজারকে স্থিতাবস্থায় নিয়ে আসতে পারবো। যার ফলে অসৎ উদ্দেশ্যে মজুদকারীরা লোকসানের সম্মুখীন হবে।
পলক জানান, ডেটা অ্যানালিসিস টুল, ওপেন ইনফরমেশন শেয়ারিং, এবং কমপ্লেইন ম্যানেজমেন্ট ব্যবহার করে ফুড ফর নেশন, ৩৩৩ কল সেন্টার, ও কমপ্লেইন ম্যানেজমেন্ট সিস্টেম প্ল্যাটফর্ম তৈরি করা হবে। যেটা ব্যবহার করে শহর থেকে গ্রামের মূল্য পার্থক্য, মজুদদারদের কারসাজি কমিয়ে আনার পাশাপাশি উৎপাদকদের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে।
সরকারি গুদামের মজুতের তথ্য জানতে পারলেও বেসরকারি গুদামের মজুত আমরা জানতে পারি না উল্লেখ করে পলক বলেন, আমরা বেসরকারি তথ্যটা চাই। আমরা ‘ফুড ফর ন্যাশন’ এর আওতায় একটি ওয়েব সাইট খুলে বাণিজ্য মন্ত্রণালয়কে দেব, সেখানে পণ্যের উৎপাদন ও মজুতের তথ্য থাকবে। শীর্ষ ব্যবসায়ীদের গুদামে কত পণ্য আছে, তা প্রধানমন্ত্রী এবং বাণিজ্যমন্ত্রী স্মার্টফোনে দেখতে পারবেন। কোনো কারসাজি হলে তারা দুজন জানতে পারবেন। পাশাপাশি পণ্যের দাম ওয়েবসাইটে জনসাধারণের জন্য ওপেন করে দেব যাতে সবাই জানতে পারেন। এভাবে যেখানে সরবরাহ কম থাকবে সেখানে পরের ঘণ্টায় সরবরাহ বাড়িয়ে স্বাভাবিক করে দেওয়া হবে। তাহলে মার্কেট ডাউন হয়ে যাবে, যারা মজুত করবে তারা লস খাবে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে এটুআই এর সিনিয়র পলিসি অ্যাডভাইজার আনির চৌধুরী, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন এবং ভোক্তা অধিকার, টিসিবি, বাংলাদেশ চিনি শিল্প করপোরেশন, এস আলম গ্রুপ, সিটি গ্রুপ, মেঘনা গ্রুপ, প্রাণ, আগোরা, মিনা বাজার, স্বপ্ন , কারওয়ান বাজার মালিক সমিতি, চাল ডাল, ফল ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন ব্যবসায়িক ফোরামের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
এর আগে, সোমবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের দিক নির্দেশনা দেন তিনি।