কক্সবাজার সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনে অনুষ্ঠিত হলো সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ অবহিতকরণ এবং সাইবার নিরাপত্তা নিশ্চিতকণ সভা। সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন কর্তৃপক্ষ এবং আইসিটি অধিদপ্তর, কক্সবাজারের সহযোগিতায় রবিবার আয়োজনে দিনব্যাপী এ সেমিনার করে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি।
সেমিনারে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান।
বিশেষ অতিথি ও আলোচক হিসেবে তাপ্তি চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কক্সবাজার এবং সভাপতি হিসেবে কক্সবাজার সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশনের উপ-মহাব্যবস্থাপক (চালনা ও রক্ষণাবেক্ষণ) সুরচিত বড়ুয়া উপস্থিত ছিলেন।
আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন সিসিএ কার্যালয়ের তদন্ত কর্মকর্তা (আইন) শামীম আহমেদ ভূঁইয়া।
সেমিনারে উপস্থিত ছিলেন সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন এবং কক্সবাজার জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, কক্সবাজার জেলার আইসিটি কর্মকর্তাগণ, এনসিএসএ’র কর্মকর্তাগণ এবং সাংবাদিকগণ।
সেমিনারের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন এনসিএসএ’র সহকারী পরিচালক এস এম মান্না।
প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক এনসিএসএ’র মহাপরিচালক আবু সাঈদ মো: কামরুজ্জামান সাইবার নিরাপত্তায় দেশের সাইবার স্পেসকে সুরক্ষিত রাখতে নতুন অনুমোদিত সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ এর প্রয়োজনীয়তা এবং সাইবার নিরাপত্তা আইনের বিভিন্ন গুরুত্বপূর্ন ধারার ব্যাখ্যা তুলে ধরেন। তিনি সাইবার সিকিউরিটি নিশ্চিতকরণে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি’র কর্মপরিকল্পনা নিয়ে আলোচনার পাশাপাশি এজেন্সির বিভিন্ন কার্যক্রম বিশেষ করে সিআইআই নিয়ে এবং এজেন্সির ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সরকার সাইবার সিকিউরিটি নিশ্চিত এবং ব্যক্তিগত উপাত্ত সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে মর্মে অবহিত করেন। তিনি বিভিন্ন সাইবার ঝুঁকি এবং মোবাইল স্ক্যাম নিয়ে সকলকে সতর্ক থাকার পরামর্শ প্রদান করেন।
তিনি সাইবার স্পেসে সুরক্ষিত থাকতে সবাইকে সাইবার ঝুঁকি সম্পর্কে সচেতন হওয়া এবং সাইবার হাইজিন মেনে চলার বিষয়ে গুরুত্বারোপ করেন। সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং ক্যাবল স্টেশনে সাইবার সিকিউরিটি নিশ্চিতের বিষয়ে আলোকপাত করেন। তিনি স্মার্ট বাংলাদেশ গড়ার চারটি পিলার বিষয়ে আলোচনা করেন এবং স্মার্ট সিটিজেনসহ অন্যান্য পিলার বাস্তবায়নে কি কি করণীয় তা তুলে ধরেন। তিনি তার আলোচনায় কিশোর-কিশোরী বিশেষ করে নারীদের সাইবার বুলিং এর বিভিন্ন ঘটনা উল্লেখ করেন এবং সাইবার বুলিং এর শিকার হলে হটলাইন নম্বর ১৩২১৯ হটলাইনে জানানোর জন্য বলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), কক্সবাজার নিরাপদ ইমেইল ব্যবহার এবং সাইবার বুলিং নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। প্রাতিষ্ঠানিক এবং পরিবারিক ভাবে সবাইকে সাইবার বুলিং নিয়ে সচেতন হতেও পরামর্শ দেন তিনি।
সিসিএ কার্যালয়ের তদন্ত কর্মকর্তা (আইন) শামীম আহমেদ ভূঁইয়া সেমিনারে ডিজিটাল সিগনেচার ব্যবহারের ক্ষেত্রসমূহ, গুরুত্ব এবং সাইবার নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন। তিনি সকল সরকারি অফিসের ডিজিটাল নথিসমুহের ফর্জারি রোধ এবং অথেনটিসিটি নিশ্চিতকরণে ডিজিটাল সিগনেচার ব্যবহারের গুরুত্ব আলোচনা করেন। পাশাপাশি সিসিএ কার্যালয়ের কার্যাবলী নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে অংশগ্রহণকারীগণ সাইবার সিকিউরিটি, নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার ক্রাইম প্রতিরোধ এবং সাইবার নিরাপত্তা আইন বিষয়ক বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন। মুল প্রবন্ধ উপস্থাপক, আলোচকবৃন্দ এবং এনসিএসএ’র কর্মকর্তাগণ উক্ত প্রশ্নসমূহের উত্তর প্রদান করেন।