আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিশ্বে প্রশংসিত হয় এমন চলচ্চিত্র বানাতে নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৭টি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
নির্মাতা ও প্রযোজকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিশ্বমানের চলচ্চিত্র যাতে নির্মাণ হয় সেই পদক্ষেপ আপনারা নেবেন, সেটাই আমি চাই। আমি পরিচালক, শিল্পী, প্রযোজক এবং অন্য সকলকে এমন চলচ্চিত্র নির্মাণের জন্য অনুরোধ করব যা বিদেশ থেকে প্রশংসিংত হবে।
“একটা সময়ে গ্রাম-বাংলা পর্যন্ত সিনেমা হল ছিল। মানুষের বিনোদনের একটা সুযোগ ছিল। ধীরে ধীরে এগুলো বন্ধ হয়ে যায়, বিশেষ করে করোনাকালীন সময়ে। আমি নিজে মালিকদের সাথে বৈঠক করি। কীভাবে আমাদের সিনেমা হলগুলো চালু করা যেতে পারে, আধুনিক প্রযুক্তি সম্পন্ন হতে পারে।”- যোগ করেন সরকার প্রধান।
এ সময় তার সরকার বিশ্বমানের আধুনিক এফডিসি কমপ্লেক্স নির্মাণ করে দিচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন তথ্যসচিব মো. হুমায়ুন কবির খন্দকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু।
গত ৩১ অক্টোবর তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ২৭টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলী এবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।