ই-কমার্স এর মাধ্যমে আমাদের দেশের নারীরা নিজেদের স্বাবলম্বী করছেন। তাই তাদের জন্য ব্যবসায় সহায়ক আইন পরিবর্তনের প্রতি গুরুত্বারোপ করেছেন জাতীয় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ই-কমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ‘ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ডস (ইসিএমএ) ২০২৩’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমন অভিব্যক্তি প্রকাশ করেন তিনি।
এসময় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ই-ক্যাবের উপদেষ্টা কমিটির সদস্য নাহিম রাজ্জাক বক্তব্য রাখেন।
স্পিকার বলেন, তথ্য প্রযুক্তির অগ্রযাত্রা জীবনকে প্রচন্ড প্রভাবিত করে। ই-কর্মাস শুধু একটি দেশের না। এটি আন্তর্জাতিক ভাবে একটি সুযোগ সৃষ্টি করছে। ই-কমার্স আরও বেশি ব্যবহার করতে হবে। প্রতিবন্ধকতাগুলো দূর করতে হবে। কাস্টমস আইন পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। বাংলাদেশ ব্যাংকসহ বিশ্ব বাণিজ্য সংস্থার সঙ্গেও আলোচনা করতে হবে। তরুণএবং নারীরা এক্ষেত্রে সুযোগ পাচ্ছে। ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটাচ্ছে। বৈষম্য সৃষ্টি না ককরে সবার জন্য সমমান সুযোগ সৃষ্টি করতে হবে।
খুবই অল্প সময়ে ই ক্যাব বাংলাদেশে গুরুত্বপূর্ণ খাত হিসেবে নিজের তৈরি করেছে উল্লেখ করে শিরীন শারমিন বলেন, আলিবাবা ডট কমের মতো প্রতিষ্ঠান বিশ্বে বৃহৎ পরিসরে ব্যবসা করছে। আমরাও তেমন কাজ করতে পারি। এজন্য সরকারের পক্ষ থেকে যেসব সাহায্য দরকার, আমরা সেগুলো করবো। ইকমার্স এর মাধ্যমে আমাদের দেশের নারীরা নিজেদের স্বাবলম্বী করছেন। যদিও নারীদের একটা প্রতিষ্ঠান গঠন করে ব্যবসা করা অনেক সময় কঠিন হতে পারে। এজন্য আইন পরিবর্তনের প্রয়োজন হলে সে বিষয়টিও ভেবে দেখা উচিৎ।
ই-কমার্স ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ই-কমার্স কোনো বাউন্ডারির ভেতরে সীমাবদ্ধ নয়। তাই এ সুবিধা কাজে লাগিয়ে ব্যবসা-বাণিজ্যকে দেশের বাইরে ছড়িয়ে দিতে হবে। ব্যবসা-বাণিজ্যের সুযোগ বৃদ্ধিতে ই-ক্যাব নীতি নির্ধারক মহলে গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করতে পারে। স্মার্ট বাংলাদেশে কোনো মহিলা পিছিয়ে থাকবে না। প্রযুক্তির মাধ্যমে নারী-পুরুষের সক্ষমতায় সমতা সৃষ্টি হবে।
ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ডাক ও টেলিযোগাযোগ সচিব আবু হেনা মোস্তাফা কামাল, আইসিটি সচিব মোঃ শামসুল আরেফিন, ডব্লিউটিও মহাপরিচালক হাফিজুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, বিদেশি অতিথি, ই-ক্যাব সহ সভাপতি সাহাব উদ্দিন শিহাব, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল, যুগ্ম-সম্পাদক নিসিমা আক্তার নিসা, অর্থ সম্পাদক আসিফ আহনাফ, ই-ক্যাব পরিচালক ও ইকমা-২০২৩-এর আহ্বায়ক খন্দকার তাসফিন আলম ও পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য, অ্যাওয়ার্ডপ্রাপ্ত এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক, বাক্কো সভাপতি ওয়াহিদ শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন।