শুরু হয়েছিলো ২০১৩ সালে। সেই হিসেবে দশম বছরে অষ্টম বারের মতো পুরস্কার পেতে যাচ্ছেন এ বছর সমাজে ইতিবাচক প্রভাব বিস্তারকারী বর্ষসেরা ১০ জন অনূর্ধ্ব ৪০ তরুণ। আগামী ১৩ অক্টোবর রাজধানী হোটেল শেরাটনে বিজয়ীদের হাতে টেন আউটস্ট্যান্ডিং ইয়ং পারসনস (টয়োপ) ২০২৩ সম্মাননা তুলে দেবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তরুণদের আন্তর্জাতিক সংগঠন জুনিয়র চেম্বার ইন্টারন্যানশাল (জেসিআই) বাংলাদেশ চ্যাপ্টারের আয়োজনে মঙ্গলবার রাজধানীর কাওরান বাজারে ‘দ্য ডেইলি স্টার’ সেমিনার হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ইভেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেসিআই এর ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, টয়োপ ২০২৩ এর পরিচালক এরফান হক, আহ্বায়ক আব্দুল্লাহ সাফি, সহ-আহ্বায়ক আরেফিন রাফি আহমেদ, আরিজ আফসার খান এবং মুহাম্মাদ আলতামিশ নাবিল।
অনুষ্ঠানে জানানো হয় ব্যবসা, অর্থনীতি, উদ্যোক্তা অর্জন, রাজনীতি, আইনি বিষয়, সরকারি বিষয়, একাডেমিক নেতৃত্ব, ব্যক্তিগত উন্নতি বা অর্জন, চিকিৎসা উদ্ভাবন, সাংস্কৃতিক অর্জন এবং মানবিক বা স্বেচ্ছাসেবী নেতৃত্ব দানকারী ব্যক্তিদের মধ্যে এই পুরস্কর দিতে আজ থেকেই নমিনেশন গ্রহণ করা শুরু হয়েছে। জেসিআই বাংলাদেশের ৩৪টি আঞ্চলিক চ্যাপ্টার ছাড়াও যে কেউ ইয়োপ এর ঠিকানায় মেইল করে সম্মানানার জন্য নাম প্রস্তাব করতে পারবেন।
টয়োপ-২০২৩ সম্পর্কে জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক ভূঁইয়া বলেন, জেসিআিই শুধু পুরস্কারই দেয় না স্মার্ট বাংলাদেশ গঠনে সমাজের উন্নয়নে নানা উদ্যোগ ও তরুণদের কর্মসংস্থান বাড়াতে কাজ করছে। পাশাপাশি পরিবেশ রক্ষায়ও সোচ্চার। এরই অংশ হিসেবে শিগগিরই মোহাম্মদপুরের একটি মরা খালকে পূণরুজ্জিবিত করে নতুন কর্মসংস্থানের উদ্যোগ হাতে নেয়া হয়েছে।