আগামী অক্টোব থেকে ঝিনাইদহ ও হরিণাকুণ্ড থেকে শুরু হতে যাচ্ছে তরুণ প্রজন্মকে দক্ষ মানব সম্পদ গড়ে তোলার নতুন অধ্যায় লার্নিং টু আর্নিং এডুকেশন। রেডিয়ান্ট গ্রুপ পরিচালিত জাহেদী ফাউন্ডেশনের সহযোগিতায় স্থানীয় তরুণদে আগ্রহ ও পছন্দ অনুযায়ী ছয় মাসের ফ্রিল্যান্সিং শেখানোর এই উদ্যোগ বাস্তবায়ন করবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি বিএফডিএস।
এ লক্ষ্যে মঙ্গলবার (১২ সেপ্টেম্ববর) মহাখালীর এসকেএস টাওয়ারের রেডিয়ান্ট ফার্মাসিটিক্যালসের প্রধান কার্যালয় অডিটোরিয়ামে বিএফডিএস ও জাহেদী ফাউন্ডেশন এর মধ্যে একটি সমঝেতা চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিতে সই করেন বিএফডিএস চেয়্যারম্যান ডাঃ তানজিবা রহমান এবং রেডিয়ান গ্রুপের এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর পরিচালক ব্রিগিডিয়ার জেনারেল মোস্তাফা কামাল রুশো (অব:)।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহিত্যিক সংগঠক, জসিম উদ্দিন জয়, বিএফডিএস এর সহ-সাধারণ সম্পাদক হুসনুল বারী, বিএফডিএস চট্টগ্রাম এর সভাপতি মিনহাজুল আসিফ, ইপিডি ডেপুটি ম্যানেজার এস এম মাহমুদ হাসান প্রমুখ ।
চুক্তি বিষয়ে তানজিবা জানান, এই প্রকল্পে দক্ষ ট্রেইনার ও কারিকুলারম সহ সার্বিক সহযোগিতা করবে বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি বিএফডিএস। প্রকল্পটি স্মার্ট বাংলাদেশের জন্য দক্ষ মানসম্পদ গড়তে নিয়মিত চলতে থাকবে।