বাংলাদেশের সামগ্রিক টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পকে কেন্দ্র করে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ’২২তম টেক্সটেক বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো’ আয়োজন করছে ‘সেমস গ্লোবাল ইউএসএ’। এই প্রদর্শনী চলার সময়ে একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘২০তম ঢাকা ইন্টারন্যাশনাল ইয়ার্ন অ্যান্ড ফ্যাব্রিক শো ২০২৩-সামার এডিশন’ ও ‘৪২তম ডাই+ক্যাম বাংলাদেশ ২০২৩ ইন্টারন্যাশনাল এক্সপো’। ১৩ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হবে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সেমস গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম জানান, এ তিন প্রদর্শনী ক্রেতা ও সরবরাহকারীদের জন্য বাংলাদেশে অনুষ্ঠিত সবচেয়ে বড় মিটিং প্লেস। এর মাধ্যমে ক্রেতা ও সরবরাহকারীরা ব্যবসার প্রসারে কাজ করতে পারবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস গ্লোবালের সিইও এসএস সারওয়ার, সেমস গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং অভিষেক দাস, ডিরেক্টর, ইন্টারন্যাশনাল মার্কেটিং।
প্রদর্শনীগুলো মূলত সেমস্-গ্লোবাল ইউএসএ আয়োজিত টেক্সটাইল সিরিজ অব এক্সিবিশনের একটি অংশ; যা বাংলাদেশ, ব্রাজিল, মরক্কো ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়।
প্রদর্শনীটি উদ্বোধন করবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ সময় উপস্থিত থাকবেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।