রোবটিকস ও ইন্টেলিজেন্স নিয়ে সৈয়দপুরে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপি কর্মশালা। স্থানীয় ‘কিছু করি’ সামাজিক সংগঠনের উদ্যোগে স্থানীয় ড্রিমপ্লাস হোটেল এন্ড রিসোর্টে তিনদিনব্যাপী কর্মশালায় রোবট নিয়ে আড্ডা-আনন্দে মেতে ছিল ৫৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তত আট শতাধিক শিক্ষার্থী।
রবিবার শেষ হওয়া কর্মশালায় রোবট তৈরির প্রাথমিক বিষয়ে শেখানো হয় শিক্ষার্থীদের। এছাড়া দেশের তৈরি বেশ কয়েকটি রোবটের প্রোগ্রামিং, কোডিংসহ নানা বিষয় দেখানোর পর অংশগ্রহণ করা শিক্ষার্থীদের দিয়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো রেসকিউ রোবট ‘ব্রাকিউ আল্টার’ ও ‘ব্রাকিউ দ্বিচারি’ পরিচালনা করানো হয়।
কর্মশালার সমাপনী দিনে গিয়ে দেখা গেছে, হলভর্তি শিক্ষার্থী তবে সেখানে পিনপন নিরবতা। তাদের সবার মনোযোগ রোবোট নিয়ে আলোচনায়। তাদের হাতে কলমে শেখানো হচ্ছে রোবোট তৈরির কলাকৌশল। এদেরই একজন সৈয়দপুর সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ফিরোজ কবির বলেন, প্রযুক্তিনির্ভর এ বিশ্বে টিকে থাকতে হলে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। আমার ভবিষ্যতে রোবোট নিয়ে কাজ করার ইচ্ছে। এখানে এসে আমি রোবোট সম্পর্কে অনেক জ্ঞানলাভ করেছি। ভবিষ্যতে এই জ্ঞানকে কাজে লাগিয়ে রোবোট তৈরিতে সচেস্ট হবো।
অপর একজন শিক্ষার্থী, দশম শ্রেণির জান্নাতুল ফেরদৌস মীম বললেন, সে টিভিতে ও খবরের কাগজে রোবোট দেখেছে। তার অনেক দিনের স্বপ্ন সে বাস্তবে রোবোট দেখবে ও ধারনা নিয়ে সে নিজে রোবোট তৈরি করবে।
‘ব্রাকিউ দিচারি’ নামের একটি রেসকিউ রোবট চালাতে চালাতে নীলফামারীর সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী মাইশা তালুকদার জানালেন, তার ইচ্ছা সে এমন একটি রোবট বানাবে যা মানুষের জীবনকে সহজ করবে। নানা ঝুঁকিপূর্ণ কাজে এটি ব্যবহার করা হবে।
মাইশার মতোই রোবটিকস নিয়ে স্বপ্ন দেখছে দিনাজপুরের নলবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র পিংকি রায়ের ইচ্ছা, সে এমন একটি রোবট বানাবে, যা রাস্তাঘাটে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে পরিবেশকে করবে সুন্দর।
আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন জানিয়েছেন, শুক্রবার ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। কর্মশালার মূখ্য আলোচক ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষক রায়হানা সামস্ ইসলাম অন্তরা, আব্দুল্লাহ-হিল কাফি, সৈয়দপুর বিজ্ঞান কলেজের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক, সৈয়দপুরের বাংলাদেশ আর্মি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ শওকত আলী এবং নীলফামারীর সৈয়দপুরের কৃতী সন্তান আমেরিকার মিশিগান ইউনিভার্সিটির শিক্ষক, রোবর্ট রিসার্চ ফেলো ড. মোক্তাদির আলম আরাফাতসহ বেশ কয়েকজন রোবটিয়ান।