পথশিশুদের নিয়ে ‘মুজিব ভাই’ দেখলেন আইসিটি প্রতিমন্ত্রী
পলাশীতে স্বাধীন বাংলার শেষ সূর্য অস্ত হওয়ার দিনে; বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে; ২৩ জুন রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে প্রদর্শিত হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন ফিল্ম ‘মুজিব ভাই’ এর বিশেষ স্ক্রিনিং। আগামী সপ্তাহেই আইসিটি বিভাগের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের অর্থায়নে তৈরি অ্যানিমেশন ফিল্ম মুজিব ভাই আনুষ্ঠানিক ভাবে সিনেপ্লেক্সে মুক্তি দেয়া হবে । এক-দুই সপ্তাহ সিনেমা হলে চালানো হবে। তারপর দেশের ওভার দি টপ প্লাটফর্মে এক মাস চালানো হবে। এরপর জুলাই মাসের পরে টেলিভিশন-ইউটিউবে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হবে। এছাড়াও বড় পর্দায় দেশজুড়ে শহর-গ্রামে স্কুল কলেজগুলোতে বিশেষ স্ক্রিন শো দেখানো হবে।
ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত পথশিশু, গণমাধ্যম কর্মী আর কলাকূশলীদের নিয়ে সপরিবারে বিরতিহীন ৪৫ মিনিটের বিশেষ এই স্কৃনিং শো উপভোগ করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রদর্শনীর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিশু-কিশোরদের নির্মল আনন্দ উপভোগে ঈদে ছবিটি প্রদর্শনে হল মালিকদের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী। বললেন, বাংলাদেশেও আইসিটি শিল্পের অন্যতম চালিকা শক্তি হিসেবে এনিমেশন ইন্ডাস্ট্রি যেন গড়ে ওঠে সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক অ্যানিমেশন ল্যাব স্থাপন করা হচ্ছে, যেটি প্রায় শেষের দিকে। উদ্বোধনের জন্য অপেক্ষায় রয়েছে। মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের অধীনে প্রায় ১৬ হাজার দক্ষ কর্মশক্তি গড়ে তুলেছি। ৪০টি বিশ্ববিদ্যালয়ে টেস্টিং ল্যাব করেছি। ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বের কাছে একটি এনিমেশন হাব হিসেবে প্রতিষ্ঠার মাধ্যমে স্মার্ট কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করা হবে।
এসময় পলক আরো জনান, আগামী আগষ্টে মুক্তি পাবে আরেকটি অ্যানিমেশন ফিল্ম রাসেল সোনা।
প্রিমিয়ার শোতে আরো উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব নাভেদ শফিউল্লাহ, মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশনের উন্নয়ণ দক্ষতা উন্নয়ন প্রকল্প পরিচালক মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী প্রোগ্রামার সারোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
চলচ্চিত্রটির মূল কাহিনি লিখেছেন অজয় দাশগুপ্ত, সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন আদনান আদীব খান। চলচ্চিত্রটির পরিচালনা করেছেন চন্দন কুমার বর্মন এবং সোহেল মোহাম্মদ রানা। চলচ্চিত্রটির প্রযোজনা করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং মূল নির্বাহী প্রযোজকগণ হলেন জিনাত ফারজানা, আরিফ মোহাম্মদ ও মোঃ শফিউল আলম।
চলচ্চিত্রটির রিসার্চ লিড ছিলেন তন্ময় আহমেদ, প্রজেক্ট অ্যাডভাইজার ছিলেন মুস্তাফা মুহাম্মাদ হোসাইন এবং এক্সিকিউটিভ প্রডিউসার ছিলেন বায়জিদ খান রাহুল। এই চলচ্চিত্রটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্পের মাধ্যমে তৈরি হয়েছে।
চলচ্চিত্রটির অ্যানিমেশন ডেভেলপ করেছে টেকনোম্যাজিক প্রাইভেট লিমিটেড আর সহযোগী প্রতিষ্ঠান ছিল হাইপার ট্যাগ লিমিটেড।