চীনে মডেল ৩ ও মডেল ওয়াই গাড়ির দাম ৯ শতাংশ কমিয়েছে টেসলা। চাহিদা কমার লক্ষণ দেখা দেয়ায় বিশ্বের সর্ববৃহৎ স্বয়ংক্রিয় গাড়ির বাজারের দাম বৃদ্ধির প্রবণতাকে কিছুটা উল্টে দিয়েছে এমন সিদ্ধান্ত। এছাড়া স্থানীয় ইভি কোম্পানিগুলোর সঙ্গে মূল্যযুদ্ধের আশঙ্কায় ইলন মাস্ক নেতৃত্বাধীন কোম্পানিটি এ সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। খবর রয়টার্স।
চীনের ওয়েবসাইটে সোমবার বিদ্যুচ্চালিত যানবাহনের তালিকায় এ দাম কমানোর তথ্য পাওয়া গিয়েছে। ২০২২ সালে চীনে প্রথমবারের মতো এমন উদাহরণ দেখা গেল। গত মাসে যারাই টেসলা ইন্স্যুরেন্সের জন্য উদ্যোগ নিয়েছেন তাদের জন্য বেশকিছু পদক্ষেপ নেয়া শুরু করে টেসলা।
দাম কমানোর এ উদ্যোগ এমন সময়ে এসেছে, যখন বিদ্যুচ্চালিত যানবাহন জায়ান্টটির প্রধান নির্বাহী ইলন মাস্ক বলেন, চীনে ও ইউরোপে এক ধরনের মন্দা আসতে যাচ্ছে। চলতি বছরে নিজেদের যানবাহন সরবরাহ লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হবে বলেও জানিয়েছেন তিনি।
মাস্ক বিশ্লেষকদের গত সপ্তাহে জানান, চলতি প্রান্তিকে চাহিদা খুবই বেশি ছিল এবং তার প্রত্যাশা, টেসলা মন্দা স্থিতিস্থাপক হবে।
টেসলার চীনা ওয়েবসাইটে বলা হয়েছে, মডেল ৩-এর শুরুর দাম ২ লাখ ৭৯ হাজার ৯০০ থেকে কমিয়ে ২ লাখ ৬৫ হাজার ৯০০ ইউয়ান (৩৬ হাজার ৭২৭ ডলার) করা হয়েছে। আর মডেল ওয়াই স্পোর্টস ইউনিলিটি ভেহিকলের দাম ৩ লাখ ১৬ হাজার ৯০০ থেকে কমিয়ে ২ লাখ ৮৮ হাজার ৯০০ ইউয়ান করা হয়েছে।
ডিবিটেক/বিএমটি