বিশ্ব অর্থনীতিতে মন্দার বিষয়টি নিয়ে চিন্তিত গোটা বিশ্বই। এ বিষয়ে বারবার সতর্ক করে আসছিলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। এবার পরিস্থিতি সামাল দিতে টেসলার ১০ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ইচ্ছার কথা জানিয়েছেন তিনি। খবর রয়টার্স।
খবরে বলা হয়, ইতিমধ্যেই ইলন মাস্ক নির্বাহীদের কাছে এক ইমেইল পাঠিয়ে এই ইচ্ছার কথা জানিয়েছেন। বিশ্বব্যাপী কর্মী নিয়োগ বন্ধের কথা জানিয়েই ইমেইলটি শুরু করেছেন তিনি।
মাত্র দুদিন আগেই টেসলার সকল কর্মীকে অফিসে এসে কাজ করার নির্দেশ দেন ইলন মাস্ক। প্রত্যেক কর্মীকে সপ্তাহে অন্তত ৪০ ঘন্টা অফিসে ব্যয় করার কথা জানানো হয়। আর উপস্থিত না হলে চাকরি থেকে অব্যহতি দেয়ার কড়া হুশিয়ারিও আসে।
মাস্ক জানিয়েছে, অনেক ক্ষেত্রেই প্রয়োজনের চেয়ে অধিক কর্মী রয়েছে। এগুলো ছাঁটাই প্রয়োজন। তবে ঘন্টাভিত্তিক জনবল আরও বাড়ানো যেতে পারে।
২০২১ সালের শেষ দিকে টেসলা ও এর সহযোগী সংস্থাগুলোয় প্রায় এক লাখ কর্মী ছিলো। তবে সেখানে বেতনভুক্ত ও ঘন্টাভিত্তিক কর্মীর সংখ্যা আলাদা করে দেখানো হয়নি।
কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রে টেসলার শেয়ারের মূল্য ৯ শতাংশ পতন হয়। কর্মী ছাঁটাইয়ের বিষয়ে টেসলার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি