বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) উৎপাদনে নজর দিতে নিজেদের গাড়ি ব্যবসাকে বিভক্ত করার পরিকল্পনা নিয়েছে ফোর্ড। মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জীবাশ্ম জ্বালানিচালিত ও ইভি ব্যবসা আলাদাভাবে পরিচালিত করবে। খবর এপি।
বিশ্বব্যাপী ইভি তৈরিতে জোর দিচ্ছে অটোমোবাইল কোম্পানিগুলো। ক্রেতাদের কাছেও ক্রমেই জনপ্রিয় হচ্ছে পরিবেশবান্ধব গাড়ি। ফলে জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি ছেড়ে ইভিতে স্থানান্তরিত হচ্ছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এরই ধারাবাহিকতায় গাড়ি ব্যবসা বিভক্ত করার উদ্যোগ নিয়েছে ফোর্ড।
ফোর্ড জানিয়েছে, নতুন প্রযুক্তির অভিযোজন এবং ইভি কোম্পানিতে রূপান্তর ত্বরান্বিত করতেই ব্যবসা বিভক্ত করার উদ্যোগ নেয়া হচ্ছে। ফোর্ড দুটি স্বতন্ত্র তবে কৌশলগতভাবে পরস্পর নির্ভরশীল গাড়ি ব্যবসা গড়ে তুলতে বড় পুনর্গঠনের পরিকল্পনা করেছে। ফোর্ড ব্লু ঐতিহ্যবাহী জীবাশ্ম জ্বালানিচালিত গাড়ি এবং ফোর্ড মডেল ই বিদ্যুচ্চালিত যানবাহন তৈরিতে মনোযোগ দেবে।
ফোর্ড মোটরের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম ফার্লে ইলেকট্রিক গাড়ি বিভাগের নেতৃত্ব দেবেন। সম্প্রতি একটি বিনিয়োগ সম্মেলনে তিনি বলেন, ফোর্ড ইভি বিভাগকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলতে চায় না। তবে বিভিন্ন পরিবর্তন নিয়ে আসা হবে। আমরা সবাই মিলে আলাদা তবে একটি পরিপূরক ব্যবসা গঠন করতে যাচ্ছি। এ পুনর্গঠন আমাদের গতি ও লাগামহীন উদ্ভাবনে সহায়তা করবে।
ডিবিটেক/বিএমটি