চলতি বছরের প্রথম নয় মাসে টেসলার সাংহাই কারখানায় তিন লাখ গাড়ি উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর সংকট থাকা স্বত্বেও বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে গাড়ি ডেলিভারি দিতে হিমশিম খেয়েছে কোম্পানিটি। খবর রয়টার্স।
কারখানাটিতে ইলেকট্রিক মডেল ৩ সেডান এবং মডেল ওয়াই স্পোর্ট-ইউটিলিটি গাড়ি তৈরি করা হচ্ছে। স্থানীয় বাজারের পাশাপাশি জার্মানী ও জাপানসহ বৈদেশিক বাজারে রফতানি করার জন্য এগুলো তৈরি করা হয়েছে।
বছরের প্রথম আট মাসে দুই লাখ ৪০ হাজার গাড়ি কারখানাটি থেকে সরবরাহ করা হয়েছে, যার একটি বৃহৎ অংশ রফতানি করা হয়েছে। চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। তবে টেসলার পক্ষ থেকে এখনও কারখানাটির উৎপাদন সম্পর্কে বিস্তারিত বলা হয়নি।
গত আগস্টে টেসলার একজন কর্মকর্তা জানিয়েছে, সাংহাই কারখানা থেকে চলতি বছর সাড়ে চার লাখ গাড়ি উৎপাদনের প্রত্যাশা করা হচ্ছে। এর মধ্যে ৬৬ হাজার ১০০টি গাড়ি রফতানি করা হবে।
ডিবিটেক/বিএমটি