বর্তমানে বেশকিছু সেমিকন্ডাক্টর কারখানা পরিকল্পনায় অথবা বাস্তবায়নাধীন রয়েছে। আর এসব কারখানার উৎপাদন শুরু হলে আগামী বছরের মধ্যেই অটোমোবাইল খাতের চিপ সংকট কেটে যাবে বলে জানিয়েছেন টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। খবর এনডিটিভি।
ইলন মাস্ক বলেন, “বর্তমানে অনেকগুলো কারখানা তৈরি হচ্ছে। আমি মনে করে আগামী বছরের মধ্যে পর্যাপ্ত চিপ সরবরাহ করার মতো আমাদের সক্ষমতা তৈরি হবে”। ইটালিয়ান টেক উইকে স্টেলান্টিস এবং ফেরারি চেয়ারম্যান জন এলকানের সাথে যৌথ এক সেশনে তিনি এসব কথা বলেন।
অটোমোবাইল খাতের দুই নেতাই বিশ্বব্যাপী শক্তির (এনার্জি) চাহিদানুযায়ী নিউক্লিয়ার খাত থেকে শক্তির সরবরাহের সম্ভাব্য সহায়তার বিষয়ে সম্মত হন। মাস্ক বলেন, “আমি কিছু দেশের নিউক্লিয়ার এনার্জির বিষয়ে সাম্প্রতিক অগ্রগতি দেখে খুবই বিষ্মিয় হয়েছে, আর এই এনার্জি নিরাপদ”।
তবে অনুষ্ঠানে টেসলাসহ অন্যান্য অটোমোবাইল কোম্পানিগুলোর ইলেকট্রিক গাড়ি তৈরিতে প্রচুর বিনিয়োগের বিষয়টি এড়িয়ে যাওয়া যায়।
ডিবিটেক/বিএমটি