মঙ্গলবার অটো বাজারে যুক্ত হচ্ছে আরো ২টি ২৫০ সিসি’র মোটর সাইকেল
বর্তমানে উদ্বেগজনক হারে মোটর সাইকেল দুর্ঘটনার বেড়ে চলছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিন তরুণেরা মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে। রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, ১০ মাসে দেশে ২ হাজার ৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ হাজার ৯৭ জন। গত বছরের একই সময়ের তুলনায় দুর্ঘটনা ২১ শতাংশ এবং প্রাণহানি ১৯ শতাংশ বেড়েছে। আর এই দুর্ঘটনার পেছনে বেপরোয়া গতিকেই বেশির ভাগ ক্ষেত্রে দায়ী। তারপরও দেশে মোটর কোম্পানিগুলোর মধ্যে যেনো থেমে নেই গতির দানব নিয়ে তারুণ্যকে মৃত্যুর দিকে আহ্বানের লড়াই।
বিগত সরকারের শেষ সময়ে ৩৭৫ সিসি উচ্চতর ক্ষমতার ইঞ্জিনসম্পন্ন মোটরসাইকেল চালানোর অনুমতিকে কাজে লাগিয়ে দেশ সংস্কারে যখন তরুণরা ব্যস্ত ঠিক তখনই গত ২১ অক্টোবর তারুণের উদ্যাম শক্তিকে মোটর গতির যুদ্ধে সামিল করে ভারতীয় ব্র্যান্ড রয়েল এন ফিল্ড। মোটরসাইকেল ব্র্যান্ডটির বাংলাদেশি পরিবেশক ইফাদ মোটরস চারটি ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড উন্মোচন করে অচ্ছুৎ অভিজাত নাটকীয়তায়। তাদের মোটরসাইকেলগুলো দাম রাখা হয়েছে ৩.৪ লাখ থেকে ৪.৩৫ লাখ টাকার মধ্যে। তবে ২২ অক্টোবরই ফেসবুক পোস্টে যদি ২৪ ঘণ্টার মধ্যে প্রি-বুকিংয়ের টাকা পরিশোধ করা না হয় তবে প্রি-বুকিং বাতিল হয়ে যেতে পারে বলে ঘোষণা দেয়া হয়। এমন আগ্রাসি মার্কেটিংয়ে নতুন বাংলাদেশ ২.০ এর শহীদদের দাগ মুছে দিয়ে ফেসবুকময় হয়ে ওঠে মৃত্যুু দূতের মোটর সাইকেলের ছবিতে।
অবশ্য এর আগের বছর (২৭ নভেম্বর ২০২৩) ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তৎকালীন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বাংলাদেশের বাজারে উত্তরা মোটরস লিমিটেডের মাধ্যমে বাজাজ পালসার এন২৫০ মোটর সাইকেল ছাড়ার ঘোষণা দেন। তবে সেই ঘোষণায় আগ্রাসী উন্মাদনা ততটা চোখে পড়িনি।
সবশেষে বিজয়ের মাসের শুরুতেই সোমবার রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে জমকালো আয়োজনে ৩ লাখ ৯৯ হাজার ৯৫০ টাকায় জিক্সার ২৫০ মডেলে এবং ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকায় জিক্সার এসএফ ২৫০ মডেলের উন্মোচন করা হয়। উদ্বোধনীতে জানানো হয়, জিক্সার এসএফ ২৫০ মডেলের আরও দুটি বিশেষ সংস্করণ পাওয়া যাবে, যা কিনতে বাড়তি ১৫ হাজার টাকা গুনতে হবে। মঙ্গলবার ভারতীয় অপর ব্র্যান্ড সুজুকি’র শো-রুমে মোটর সাইকেল মিলবে বলে জানা যায়।
সুজুকি বাংলাদেশের শুভেচ্ছাদূত সিয়াম আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে র্যানকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, র্যানকন হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফারহানা করিম, বিভাগীয় পরিচালক শোয়েব আহমেদ, প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এ কে এম তৌহিদুর রহমান, বিপণনপ্রধান আমীন মাহমুদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।