যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গত মে মাসে চীন থেকে আমদানিকৃত বৈদ্যুতিক গাড়ির দামে শতভাগ শুল্ক আরোপ করেন। এবার একই কাজ করলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এখন থেকে দেশটিতে চীনা বৈদ্যুতিক গাড়ি আমদানি করলে শতভাগ শুল্ক দিতে হবে। খবর রয়টার্স।
জাস্টিন ট্রুডো বলেছেন, চীন ইচ্ছাকৃতভাবে রাষ্ট্র নির্দেশিত অতিরিক্ত সক্ষমতা দেখাতে চাইছে। তার মোকাবিলা করছে অটোয়া। তবে চীনে তৈরি ইলন মাস্কের টেসলার ইভিতেও শুল্ক নমনীয় বা একই করা হবে কিনা সে বিষয়ে তিনি পরিষ্কার কিছু বলেননি। ট্রুডো ওই ঘোষণা দেয়ার পর টেসলার শেয়ারের দরপতন হয়েছে শতকরা ৩ ভাগ।
ট্রুডো বলেন, এ বছর ১ অক্টোবর থেকে নতুন শুল্ক আরোপ হবে। নোভা স্কশিয়ায় হ্যালিফ্যাক্সে তিন দিনের মন্ত্রিপরিষদের রুদ্ধদ্বার বৈঠকের এক ফাঁকে এ কথা বলেন ট্রুডো।
ডিবিটেক/বিএমটি