দিনের পর দিন জ্বালানী তেলের ঊর্ধ্বমূল্যের কারণে ইলেকট্রিক গাড়ির চাহিদা বাড়ছে। মূলত, কম খরচে অধিক পথ অতিক্রম করা সম্ভব বলে আজকাল অনেকেই চিরাচরিত অকটেন, পেট্রোল কিংবা ডিজেল গাড়ি ছেড়ে ইলেকট্রিক গাড়ির দিকে মনোনিবেশ করছে। বিশেষ করে বিগত কয়েক বছরে বৃদ্ধি পেয়েছে ইলেকট্রিক স্কুটার বিক্রয়ের হার।
বর্তমানে টিভিএস, বাজাজ, হোন্ডাসহ চিরাচরিত কোম্পানিগুলোর পাশাপাশি একাধিক নতুন কোম্পানি ইলেকট্রিক গাড়ি নির্মাণ করছে। যা মানুষের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।
তবে প্রতিযোগিতামূলক এই বাজারে গাড়ি নির্মাণ সংস্থা বাজাজ এবার নতুন ইলেকট্রিক স্কুটারের সাথে ব্যবহারকারীদের পরিচয় করিয়ে দিতে চলেছে। যদিও নতুন এই ইলেকট্রিক স্কুটারটি এখনও পর্যন্ত পর্যবেক্ষণমূলক পরিস্থিতিতে রয়েছে। তবে খুব তাড়াতাড়ি বাজারের প্রতিযোগী হিসেবে বাজাজের নতুন ইলেকট্রিক স্কুটার উন্মোচন করা হবে। বাজাজ জানিয়েছে, তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটারে চেতকের সমস্ত বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। তবে কিছু নতুন প্রযুক্তি সংযুক্ত করা হবে এই ইলেকট্রিক স্কুটারে।
বাজাজের পক্ষ থেকে বলা হয়েছে, নতুন এই ইলেকট্রিক স্কুটারটি কিনলে চার্জ দেওয়ার ঝামেলা থেকে পুরোপুরি মুক্তি পাবেন গ্রাহকরা। কারণ, বাজাজের এই নতুন ইলেকট্রিক স্কুটারে ব্যবহার করা হচ্ছে অদল বদল যোগ্য ব্যাটারি। অর্থাৎ আপনি চাইলে চার্জ শেষ হয়ে যাওয়া ব্যাটারি খুলে নতুন ব্যাটারি প্রতিস্থাপন করতে পারবেন। আর এভাবেই বারবার চার্জ দেওয়ার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।
ডিবিটেক/বিএমটি