মডেল এস ও এক্স গাড়ির নতুন দুটি ভার্সন উন্মোচন করেছে টেসলা। যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে উন্মোচন করা গাড়ি দুটি প্রচলিত ভার্সনের তুলনায় কম শক্তিশালী ও কম ফিচারসম্পন্ন। খবর ফ্রি মালয়েশিয়া টুডে।
বাজার প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় দুটি মডেলের দাম ১০ হাজার ডলার করে কমানো হয়েছে। বেজ মডেলের তুলনায় নতুন আসা গাড়িগুলোর এক্সিলারেশন ও চলাচলের দূরত্বও কম।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সাধারণ একটি মডেল এস সেডানের মূল্য ৭৮ হাজার ৪৯০ ডলার এবং কম ফিচারের মডেল এক্সের মূল্য ৮৮ হাজার ৪৯০ ডলার। জুলাইয়ে এক ঘোষণায় মাস্ক জানিয়েছিলেন, যদি সুদহার বাড়তে থাকে, তাহলে টেসলা গাড়ির দাম কমাবে।
ডিবিটেক/বিএমটি