যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের কাছ থেকে ৯২০ কোটি ডলার ঋণ পাবে ফোর্ড ও তার দক্ষিণ কোরীয় ব্যাটারি উৎপাদনকারী অংশীদার এসকে অন। যুক্তরাষ্ট্রে বিদ্যুচ্চালিত গাড়ির উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেনের নেয়া পদক্ষেপের অংশ হিসেবে এ ঋণ পাবে প্রতিষ্ঠান দুটি। খবর সিএনএন ও বণিকবার্তা।
ফোর্ড ও এসকে অনের সমন্বিত প্রতিষ্ঠান ব্লুওভাল এসকে। প্রতিষ্ঠানটি তিনটি ইভি ব্যাটারি প্লান্ট তৈরির জন্য এ ফান্ড ব্যবহার করবে। এর মধ্যে দুটি কেনটাকিতে এবং একটি টেনেসিতে স্থাপিত হবে।
২০২১ সালে ফোর্ড এ দুটি অঙ্গরাজ্যে বিদ্যুচ্চালিত গাড়ি ও ব্যাটারি তৈরির কারখানা স্থাপনের ঘোষণা দিয়েছিল। সে সময় কোম্পানিটি জানিয়েছিল, তারা এ প্রজেক্টে ১ হাজার ১৪০ কোটি ডলার বিনিয়োগ করবে। যদি তা সম্পন্ন হতো, তাহলে তা ম্যানুফ্যাকচারিং খাতে ফোর্ডের সবচেয়ে বড় বিনিয়োগ হতো। তিনটি ব্যাটারি উৎপাদন কারখানা স্থাপনের পাশাপাশি বিদ্যুচ্চালিত ট্রাকের একটি কারখানাও স্থাপন করবে ব্লুওভাল এসকে।
যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয় থেকে দেয়া এ ঋণ শর্তসাপেক্ষ। ফান্ডটি পাওয়ার ক্ষেত্রে ফোর্ডকে এখনো নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। কিন্তু ফোর্ড বা ডিপার্টমেন্ট অব এনার্জি কেউই এসব শর্তের ব্যাপারে বিস্তারিত জানায়নি।
ব্লুওভাল এসকের এসব কারখানা স্থাপনের ফলে কেনটাকি ও টেনেসিতে নির্মাণ খাতে পাঁচ হাজার কর্মসংস্থান হবে। সব মিলিয়ে তিনটি কারখানায় ৭ হাজার ৫০০ জনের কর্মসংস্থান হবে।
ডিবিটেক/বিএমটি