সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট তাদের প্রোডাক্টিভিটি স্যুটের পরবর্তী গ্রাহক সংস্করণ উন্মোচনের তারিখ ঘোষণা করেছে। ঘোষণা অনুযায়ী, আগামী ৫ অক্টোবর উন্মুক্ত হবে ‘অফিস ২০২১’। একইদিনে কোম্পানিটি উইন্ডোজ ১১ উন্মোচন করবে।
অফিস ২০১৯ এর মতোই অফিস ২০২১ একবার কিনেই সবসময় ব্যবহার করা যাবে। উইন্ডোজ এবং ম্যাকওএসে পাওয়া যাবে সফটওয়্যারটি। এটি মূলত তাদের জন্য যারা মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রিপশন কিনতে চান না।
শিগগিরই অফিস ২০২১ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে মাইক্রোসফট। তবে দ্য ভার্জের টম ওয়ারেন জানান, এন্টারপ্রাইজ গ্রাহক যারা ক্লাউডে অ্যাক্সেস পান না তাদের জন্য তৈরি করা অফিস এলটিএসসি সংস্করণে সম্প্রতি যেসব আপডেট আনা হয়েছে তার অধিকাংশই অফিস ২০২১ সংস্করণে পাওয়া যাবে।
অ্যাক্সেসিবিলিটি ফিচারের পাশাপাশি এতে যুক্ত হতে পারে ডার্ক মোড ফিচার। পূর্বের ঘোষণা অনুযায়ী সফটওয়্যারটিতে কমপক্ষে পাঁচ বছরের বিক্রয়োত্তর সেবা পাওয়া যাবে। এছাড়া ৩২ ও ৬৪ বিট উভয় সিস্টেমে এটি ব্যবহার করা যাবে।
ডিবিটেক/বিএমটি