সহিংসতামূলক গেম পাবজি বা এই জাতীয় গেম বন্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। ফলে সহসাই বন্ধ হচ্ছে না এসব গেমস।
শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
সম্প্রতি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয় সংসদীয় কমিটির সুপারিশের ভিত্তিতে পাবজি ও ফ্রি ফায়ার গেম বন্ধ করতে যাচ্ছে মন্ত্রণালয় ও বিটিআরসি।
একই সঙ্গে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যও তুলে ধরা হয়। তবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানিয়েছেন, পাবজি বন্ধের বিষয়ে সুপারিশ জাতীয় কোনো ঘটনাই ঘটেনি।
পাবজি গেম বন্ধ হচ্ছে কিনা ডিজিবাংলার এমন প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানান, সরকারের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা এখনো আসেনি।
তিনি বলেন,’আমরা তো প্রতিপক্ষ না। আমাদের দায়িত্বটা হচ্ছে যদি সরকার মনে করে যে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া দরকার, অর্থাৎ বন্ধ করা দরকার আমরা ওই কাজটা সম্পন্ন করি। আমাদেরকে এরকম নির্দেশ কেউ দেয়নি।’
গত ২১ মে, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী গ্রামে মোবাইলে সহিংসতামূলক একটি গেম খেলার জন্য এমবি কেনার টাকা না পেয়ে মায়ের সঙ্গে অভিমান করে মামুন নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর ফের আলোচনায় আসে পাবজিসহ একই জাতীয় অন্যান্য গেমস।
পরবর্তীতে ২৬ মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ফ্রি ফায়ার ও পাবজি গেম দুটি নিয়ন্ত্রনের দাবি জানিয়েছিল বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন।