‘কৌতুহল মেটাতে’ নারায়ণগঞ্জে জরুরি সেবার নম্বরে ৩৩৩-তে খাদ্যসহায়তা চেয়ে জরিমানা হিসেবে ১০০ গরিব পরিবারকে খাদ্যসহায়তা করতে হবে সেখানকার প্রতিষ্ঠিত এক ব্যবসায়ীকে।
শাস্তির এই তথ্য নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফা জহুরা।
ফরিদ আহমেদ নামের ওই ব্যবসায়ী একটি হোসিয়ারি কারখানার এবং সদর উপজেলার কাশিপুরে একটি চারতলা বাড়ির মালিক।
জরুরি খাদ্যসহায়তার জন্য ৩৩৩ নম্বরে ফোন পেয়ে ছুটে গিয়ে এই তথ্য পেয়েছেন স্থানীয় প্রশাসনের কর্মকর্তরা। ফলে জরুরি সেবার নম্বরে ফোন করে সরকারের লোকজনকে এভাবে ‘হয়রানি’ করায় ওই ব্যবসায়ীকে বৃহস্পতিবার শাস্তি দেয় ভ্রাম্যমাণ আদালত।
আদলতের রায় অনুযায়ী ফরিদ আহমেদকে এখন ১০০ গরিব পরিবারের প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু ও মশলাসহ একটি খাদ্য সাহায়তা প্যাকেট দিতে হবে। সব মিলিয়ে গরিবদের মধ্যে বিতরণ করতে হবে দেড় হাজার কেজির বেশি খাদ্যসামগ্রী।