ইতিহাসের প্রথম উড্ডয়নের অপেক্ষায় প্রহর গুনছে নাসার ইনজেনুইটি হেলিকপ্টার। গত ৩ এপ্রিল পারসিভিয়ারেন্স রোভার ইউএভিকে চার ফুট নিচুতে লাল গ্রহের মাটিতে অবতরণের জন্য প্রস্তুত করে রেখেছে।
সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হলো হেলিকপ্টারটির নিজস্ব ফ্লাইট, যেটি আগামী ১১ এপ্রিল সংগঠিত হতে পারে এবং পরদিন ডেটা প্রদান করবে।
নাসা জানিয়েছে, এই সময়ের মধ্যে সোলার সেল ব্যবহার করে ইনজেনুইটি তার ব্যাটারি চার্জ করবে। হেলিকপ্টারটির প্রথম ‘ট্রিপ’ হবে ৩০ সেকেন্ডের, তখন ১০ ফুট উচ্চতায় এটি মঙ্গলের বায়ুমন্ডলে দীর্ঘসময় উড়ার জন্য নিজের সক্ষমতা পরীক্ষা করবে।
নাসা হেলিকপ্টারটির মোট চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে। ৩০ দিনের মধ্যে এই ফ্লাইটগুলো পরিচালনা করা হবে। এসময় রোভারটি থেকে ১৬০ ফুট উচ্চতায় সর্বোচ্চ ৯০ সেকেন্ডের জন্য উড্ডয়ন করবে ইনজেনুইটি।
ডিবিটেক/বিএমটি