মাইক্রসফটের ই-মেইল এক্সচেঞ্জ সার্ভারে সাইবার হামলার ফলে বাংলাদেশের ২০০ প্রতিষ্ঠান আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মাইক্রোসফটের মেইল ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বেোচ্চ গুরুত্ব দেয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। একইসঙ্গে এই ঘটনায় অভিযুক্ত হ্যাকারগ্রুপের পৃষ্ঠপোষকতার অভিযোগ ওঠার বিষয়ে চীন সরকার কে জবাবদিহিতার অধীনে আনার তাগিদ দিয়েছেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন আহমেদ।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন,বিজিডি-ই -গভ সার্চ এর তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে ঝুঁকির মধ্যে microsoft-এর ইমেইল এক্সচেঞ্জ সার্ভার। আর এই হামলায় বাংলাদেশ আক্রান্ত হয়েছে। এবং এই হামলার সাথে জড়িত রয়েছে চীনা সরকারের কর্তৃক পরিচালিত চীনা হ্যাকার প্রতিষ্ঠান হাফনীয়াম হ্যাকার গোষ্ঠী। যেহেতু এই হ্যাকার গোষ্ঠী চিনা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা প্রাপ্ত তাই এর সম্পূর্ণ দায়ভার চীনা সরকারের।
আগামী দিনে বাংলাদেশ যেনো আরও বড় ক্ষতির মুখে না পড়ে সেজন্য দ্রুত সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ন্ত্রণে এবং সাইবার হামলার ফলে ক্ষয়ক্ষতি নিরূপণ করে চীনা সরকারের কাছে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয়ভাবেই জবাবদিহিতা ও ক্ষতিপূরণ আদায়ে উদ্যোগ গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
তিনি বলেছেন, আগামী দিনে যাতে এ ধরনের হামলার শিকার বাংলাদেশ না হয় তার পূর্ণাঙ্গ নিশ্চয়তা ও চীনা সরকারকে দিতে হবে। আমরা বাংলাদেশ সরকারের কাছে সবিনয় অনুরোধ করছি দ্রুত পদক্ষেপ নিন দেশকে সাইবার ঝুঁকিমুক্ত করুন।